( শুভ জন্মদিনে প্রিয় কবি শামসুর রাহমান-কে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছি)
এক হলুদ বিকেল শ্যামলীর বাড়ির ছাদে
বলেছিলে একজোড়া পায়রা হাতে -
'রাষ্ট্র - কবি, বাঁশবন- ধানক্ষেত সানকিতে
বেড়ে রাখা ভাত, জেগে থাকে রাতে।
রাত্রি জাগে শহর, ফুটপাতের চা স্টল দূরপাল্লার গাড়ি, প্রমোদবালা, টহল পুলিশের বুট,
বাড়িগুলির আলো নিভালে সোডিয়ামের আলো স্পষ্ট কাপে যাত্রিবাহী রিক্সা উঠানো হুট!
রমজান, আমিও না ঘুমিয়ে জানালার রড ধরে ঠাঁই দাঁড়িয়ে প্রায় রাস্তার বাঁক দেখি,
কুকুরের কান্না থামে আচমকা কাগজ কুড়ানি
কিশোরীর চিৎকারে ফের ৭১ লেখি!
কাগজ কুড়িয়ে মা-মেয়ে খাবার জোগায় তার তিলকে জোটে আজন্ম অসুখ,
অমানবিক নরপিশাচ কিশোরীর নরম মাংসে খুবলে গ্রহণ করে কাম সুখ!
বড্ড মর্মান্তিকভাবে টেনে হিচরে ক্ষত-বিক্ষত করে ফেলে রাত্রির বুক!
পিশাচী কম্পনে নিস্তেজ কিশোরী চেয়ে দেখে
উৎসুক জনতার হাসিমুখ
আমি সেদিনের মতোই আজোে সেই পবিত্র মুখ দেখি
তুমি আর লিখোনা তোমার কথা রাখতেই আমি লেখি।
ক্ষত হই এই ভেবে কতোদিন তোমার আঙুলের স্পর্শে রাঙিয়ে উঠেনা আর কবিতার খাতা !
হে প্রাণপ্রিয় কবি তুমি জানো আমার বুকে রাখি
তোমার দেয়া নামের 'পাক্ষিক পুরাতন পাতা।'
