কবি এ কে এম আব্দুল্লাহ’র নতুন বই " ইমেইল বডিতে সময়ের অনুবাদ "
কবি এ কে এম আব্দুল্লাহ’র নতুন বই "  ইমেইল বডিতে সময়ের অনুবাদ "

শফিকুর রহমান চৌধূরী :

কবি এ কে এম আব্দুল্লাহ’র যে শহরে হারিয়ে ফেলেছি করোটি কবিতা গ্রন্থের সাফল্যের পর,এবারের মহান একুশের বইমেলা ২০১৯- এ অনার্য প্রকাশনী থেকে আসছে কবিতা গ্রন্থ ‘ ইমেইল বডিতে সময়ের অনুবাদ’।

চমৎকার প্রচ্ছদের বইটিতে,কবিতায় নিজস্ব রচনাশৈলীর এক অদ্ভুত ভালো লাগার বাঁক তৈরী করেছেন কবি।

তার কবিতায় সময়কে ধরে রাখার সাথে সাথে ভাবনাকে ছাড়িয়ে গেছে নবযুগে।

বইটি নিয়ে স্বনাম ধন্য কবি নির্মলেন্দু গুণ বলেন: ‘কবি এ কে এম আব্দুল্লাহর কবিতার একটা দর্শন আছে।

আছে নিজস্বতা।

তার কবিতায় যেমন রয়েছে বিশ্ব জয়ের আহবান, তেমনি রয়েছে চিত্রকল্প,আধুনিকতা। কবিতার পরতে পরতে আছে জীবনবোধের গতি, আর আছে দেশ প্রেমের আলোর জ্বলন্ত মশাল। যে মশালের আলোকরশ্মিতে অন্যায় অবিচার হিংসা বিদ্বেষ জ্বলে পুড়ে খাক হয়ে যাবে বলে আমি আশাবাদী’।

ইমেইল বডিতে সময়ের অনুবাদ কবিতাগ্রন্থটি আসন্ন একুশে বইমেলার প্রথম থেকেই অনার্য প্রকাশনী স্টলে পাওয়া যাবে,জানিয়েছেন প্রকাশক। বইটির মূল্য ২০০ টাকা।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান