শোয়াইব জিবরান। ছবি : ফেসবুক থেকে
সাহিত্যবার্তা: শোয়াইব জিবরান। একাধারে কবি, লেখক, গবেষক ও শিক্ষক। আজ ৮ এপ্রিল এই বহুধা-প্রতিভার জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজারের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন এই কমলকুমার-গবেষক, লিটারারি ক্রিটিক।
শিক্ষা :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উচ্চতর ডিগ্রি, প্রশিক্ষণ ও পাঠগ্রহণ করেছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়, সুকথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটি, থাইল্যান্ড ও
কুইন্স ইউনিভার্সিটি, কানাডা থেকে।
পেশা : মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বর্তমানে কাজ করছেন জাতিসংঘ শিশু তহবিলের শিক্ষা পরামর্শক হিশেবেও।
শুভ জন্মদিন, শোয়াইব জিবরান।
'কাঠ চেরাইয়ের শব্দ'র কবি শোয়াইব জিবরানের প্রতি রইল সাহিত্যবার্তা পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।