কবি : ইসমত শিল্পী
আজ ৭ এপ্রিল, আজ এ সময়ের কবি ইসমত শিল্পীর জন্মদিন। ১৯৭০ সালের আজকের এই দিনে তিনি মেহেরপুরের জেলার গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি বাংলাভাষা ও সাহিত্যে বিএ (অনার্স) এবং একই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর।
কবিতা লেখেন ছোটবেলা থেকে । মেহেরপুরের সাপ্তাহিক পরিচয়ে ১৯৮৫ সালে প্রথম কবিতা প্রকাশিত হয়।
১৯৯০ এর স্বৈরাচার আন্দোলনের সময় সম্পাদনা করেছেন আন্দোলনের কবিতা নিয়ে ‘দংশন’ সাহিত্য পত্রিকাসহ একাধিক ছোটকাগজ।
প্রকাশিত গ্রন্থ:
১০টি । ৮ টি কাব্যগ্রন্থ, ২টি পত্রকাব্য।
সম্মাননা:
অপরাজিত সাহিত্য সম্মাননা- ২০১৫, কোলাহল- সেরা লেখক পুরষ্কার- ২০১৫, শিল্পায়ন নাট্যচর্চা সম্মাননা- ২০১৮ ।
কবির জন্মদিনে সাহিত্যবার্তা পরিবারের পক্ষ থেকে ।