অমর একুশে বইমেলা-২০২১-এপ্রকাশ পেয়েছে কবি ও গল্পকার সাইফউদ্দিন আহমেদ বাবর এর গল্পগ্রন্থ বই ‘লোকটার কেউ নেই ’। লন্ডন প্রবাসীদের জীবনের সুখ,দুঃখ,হাসি,কান্না নিয়ে রচিত গল্পের সমাহার গল্পের বই 'লোকটার কেউ নেই' ।
বইটি মেলায় এনেছে প্রকাশনা
সংস্থা- জংশন। বইটির প্রচ্ছদ করেছেন- মিজান স্বপন
মূল্য- ১৫০ টাকা। মেলায় জংশনের ৭৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে এ বই।
কবি ও গল্পকার সাইফউদ্দিন আহমেদ বাবর।
১৯৬৯ সালে সিলেট জেলার ওসমানী নগর উপজেলার নিজ মান্দারুকা গ্রামে জন্ম। পিতা: ইয়াওর আলি। মাতা: সালেহা খাতুন। ১৯৮৫ সাল থেকে লন্ডন প্রবাসী।
বর্তমানে স্ত্রী রুফিয়া উদ্দিন,দুই মেয়ে রুবা, মীরা ও এক ছেলে সাফওয়ান কে নিয়ে নর্থ লন্ডনে বসবাসরত।
প্রকাশিত বই- হৃদয় কথা কয় (কবিতা ১৯৯১) দু,পারে দু’হৃদয়(গল্প ১৯৯৩) কূয়াশা ঢাকা জীবনের অধ্যায়(গল্প,বই মেলা ২০১৯)।