কবি ও সম্পাদক আহমেদ বাসার এর জন্মদিন আজ
কবি  ও সম্পাদক আহমেদ বাসার এর জন্মদিন আজ

আহমেদ বাসার। কবি কথাকার প্রাবন্ধিক ও সম্পাদক ।

জন্ম: সেনবাগ, নোয়াখালী ৪জুন ১৯৮২,  শিক্ষাগত যোগ্যতা: বিজবাগ এন. কে উচ্চ বিদ্যালয় ও চৌমুহনী সরকারী এস. এ কলেজ থেকে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

শামসুর রাহমানের কবিতা নিয়ে গবেষণা করে এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন ২০১২ সালে।

বর্তমানে ‘বাংলাদেশের কবিদের উপন্যাস: বিষয় ও ভাষা’ বিষয়ে পিএইচ.ডি করছেন।

কর্মক্ষেত্র:
রাজউক উত্তরা মডেল কলেজের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত।

লেখালেখি: ছোটবেলা থেকেই লেখালেখির সূচনা। দেশের গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক,সাহিত্যপত্র ও ছোটকাগজে নিয়মিত লেখেন।

প্রকাশিত গ্রন্থাবলি:

কাব্যগ্রন্থ
প্রথম অন্ধকার
প্রলম্বিত রাতের নর্তকী
ঘুড়িদের পার্থিব আকাশ

প্রবন্ধগ্রন্থ
শামসুর রাহমানের কবিতা: মুক্তিযুদ্ধ প্রসঙ্গ
অনুবাদগ্রন্থ ডি এইচ লরেন্সের কবিতা: ঈর্ষা ও একটি প্রেমগীতি

সম্পাদিত গ্রন্থ
নির্বাচিত প্রথম দশক সম্পাদনা: ছোটকাগজ অক্ষৌহিণী



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান