কবি ও সাংবাদিক শফিক জামান আর নেই
কবি ও সাংবাদিক শফিক জামান আর নেই

ছবি : সাংবাদিক শফিক জামান

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট কবি শফিক জামান লেবু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

শুক্রবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।



পারিবারিক সূত্র জানায়, শহরের দেওয়ানপাড়ায় তার নিজ বাসায় বিকেলে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাকে জামালপুর জেনারেল হাসপালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎতার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তিনি এক ভাই, দুই বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নব্বইয়ের দশকে সাংবাদিকতা শুরু করা শফিক জামান লেবু ভোরের কাগজ, আজকের কাগজ, আমার দেশ, যায়যায়দিন, বাংলাদেশ প্রতিদিন, একুশে টেলিভিশন, এনটিভি, বাংলা নিউজে কাজ করেছেন।



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান

Error
Whoops, looks like something went wrong.