কবি গিরীশ গৈরিক এর জন্মদিন আজ
আজ কবি গিরীশ গৈরিকের ৩৫তম জন্মদিন । তিনি একজন কবি, সম্পাদক, প্রাবন্ধিক, অনুবাদক ও সংগঠক হিসেবে খ্যাত। ১৯৮৭ সালের ১৫ আগস্ট গোপলগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন ডোমখ্যাত এ কবি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কারণে কবি তার জন্মদিনের উদযাপন তিনদিন পিছেয়ে ১৮ আগস্ট নির্ধারণ করেছেন । বয়স যখন আট তখন থেকেই তিনি লেখালেখি শুরু করেন। খুব ছেলেবেলায় তিনি আদিকবি ঋষি বাল্মীকি রচিত মহাকাব্য ‘রামায়ণ’ ও কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাকাব্য ‘মহাভারত’ পাঠ শেষ করে স্কুলে সারা ফেলে দিয়েছিলেন।
ইতোমধ্যে প্রকাশিত হয়েছে গৈরিকের চারটি কবিতার বই : ক্ষুধার্ত ধানের নামতা (প্রকাশকাল ২০১৬), মা আদিপর্ব (প্রকাশকাল ২০১৭), ডোম (প্রকাশকাল ২০১৮) ও মেডিটেশগুচ্ছ (প্রকাশকাল ২০২০)। সম্পাদনা করেছেন বাংলাভাষার বিখ্যাত কবি নির্মলেন্দু গুণের সাক্ষাৎকার বিষয়ক বই: বৈঠকখানায় নির্মলেন্দু গুণ (প্রকাশকাল ২০২০)।
তিনি সাহিত্য সেবার জন্য গড়ে তুলেছেন ‘পোয়েম ভেইন’ নামক বহুভাষিক আন্তর্জাতিক অনলাইন সাহিত্য ম্যাগাজিন। তিনি এই পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক। তাছাড়াও তিনি বাংলা ভাষার গুরুত্বপূর্ণ সংগঠন ‘বাংলাদেশ কবিতা মঞ্চ’-এর সধারণ সম্পাদক।
২০১৮ সালে ভারতের প্রাচীননগরী কলকাতার সংস্কৃতিক কেন্দ্রবিন্দু ঐতিহাসিক College Street Coffee House-এ তার একক কবিতা সন্ধ্যার আয়োজন করেছিলো ‘নবাঙ্কুর’। যদিও ২০১৭ সালে তার প্রথম একক কবিতা সন্ধ্যার আয়োজন করেছিলো বাংলাদেশের ‘হৃথিবীরথ’। তিনি বক্তৃতা করেছেন ভারতের Banipur Art Society and Institute of culture-এ। তাছাড়া তিনি SAARC literature festival-সহ দেশ ও বিদেশের বহু সম্মানীয় সাহিত্য উৎসবে অংশগ্রহণ করেছেন।
প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য তিনি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতকসহ স্নাতকোত্তর করেন। বিভিন্ন পেশা বদল করে অবশেষে বেছে নিয়েছেন সাংবাদিকতা। বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় কর্মরত আছেন।
গিরীশ গৈরিকের কবিতা বাংলাদেশ, ভারত, রাশিয়া, ইংল্যান্ড, চীন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, স্পেন এবং দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা সাহিত্য পত্রিকা এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।
আজ কবি গিরীশ গৈরিকের ৩৫তম জন্মদিন । তিনি একজন কবি, সম্পাদক, প্রাবন্ধিক, অনুবাদক ও সংগঠক হিসেবে খ্যাত। ১৯৮৭ সালের ১৫ আগস্ট গোপলগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন ডোমখ্যাত এ কবি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কারণে কবি তার জন্মদিনের উদযাপন তিনদিন পিছেয়ে ১৮ আগস্ট নির্ধারণ করেছেন । বয়স যখন আট তখন থেকেই তিনি লেখালেখি শুরু করেন। খুব ছেলেবেলায় তিনি আদিকবি ঋষি বাল্মীকি রচিত মহাকাব্য ‘রামায়ণ’ ও কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাকাব্য ‘মহাভারত’ পাঠ শেষ করে স্কুলে সারা ফেলে দিয়েছিলেন।
ইতোমধ্যে প্রকাশিত হয়েছে গৈরিকের চারটি কবিতার বই : ক্ষুধার্ত ধানের নামতা (প্রকাশকাল ২০১৬), মা আদিপর্ব (প্রকাশকাল ২০১৭), ডোম (প্রকাশকাল ২০১৮) ও মেডিটেশগুচ্ছ (প্রকাশকাল ২০২০)। সম্পাদনা করেছেন বাংলাভাষার বিখ্যাত কবি নির্মলেন্দু গুণের সাক্ষাৎকার বিষয়ক বই: বৈঠকখানায় নির্মলেন্দু গুণ (প্রকাশকাল ২০২০)।
তিনি সাহিত্য সেবার জন্য গড়ে তুলেছেন ‘পোয়েম ভেইন’ নামক বহুভাষিক আন্তর্জাতিক অনলাইন সাহিত্য ম্যাগাজিন। তিনি এই পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক। তাছাড়াও তিনি বাংলা ভাষার গুরুত্বপূর্ণ সংগঠন ‘বাংলাদেশ কবিতা মঞ্চ’-এর সধারণ সম্পাদক।
২০১৮ সালে ভারতের প্রাচীননগরী কলকাতার সংস্কৃতিক কেন্দ্রবিন্দু ঐতিহাসিক College Street Coffee House-এ তার একক কবিতা সন্ধ্যার আয়োজন করেছিলো ‘নবাঙ্কুর’। যদিও ২০১৭ সালে তার প্রথম একক কবিতা সন্ধ্যার আয়োজন করেছিলো বাংলাদেশের ‘হৃথিবীরথ’। তিনি বক্তৃতা করেছেন ভারতের Banipur Art Society and Institute of culture-এ। তাছাড়া তিনি SAARC literature festival-সহ দেশ ও বিদেশের বহু সম্মানীয় সাহিত্য উৎসবে অংশগ্রহণ করেছেন।
প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য তিনি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতকসহ স্নাতকোত্তর করেন। বিভিন্ন পেশা বদল করে অবশেষে বেছে নিয়েছেন সাংবাদিকতা। বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় কর্মরত আছেন।
গিরীশ গৈরিকের কবিতা বাংলাদেশ, ভারত, রাশিয়া, ইংল্যান্ড, চীন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, স্পেন এবং দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা সাহিত্য পত্রিকা এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।