কবি তুষার কবিরের জন্মদিন আজ
কবি তুষার কবিরের জন্মদিন আজ

কবি : তুষার কবির


 এ সময়ের কবি তুষার কবির। আজ তার জন্মদিন। ১৯৭৬ সালে ২ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। তুষার কবির প্রথম দশকের এক মেধাদীপ্ত ক্ষুরধার প্রতিভা! অভিনব তার শব্দঅভিধা। অনবদ্য তার চিত্রকল্প। প্রথাগত আবেগকাতরতা, রুগ্ন ভাবালুতা, থরোথরো প্রেমময়তা পরিহার করে তুষার কবির সৃষ্টি করে চলেন একের পর এক শিল্পঋদ্ধ কবিতা।

চিত্রকল্পের জ্যোতির্ময় আলোকছটা ছড়িয়ে তুষার কবির তার কবিতায় পাঠককে নিয়ে যান বাগ্দেবীর কুহক আশ্রমে! ভিন্ন স্বরে, ভিন্ন এক লিখনভঙ্গিমায়, বহুরৈখিক বিষয়প্রকরণে তুষার কবির ইতোমধ্যে নিজেকে প্রথম দশকের বহুমাত্রিক কবি হিশেবে চিহ্নিত করেছেন।

তুষার কবির তার কবিতায় প্রাচ্য ও পাশ্চাত্যের এক অভাবিত যোগসূত্র স্থাপন করেছেন তার মেধাদীপ্ত রূপকের বিভায়! তুষার কবির-এর প্রথম কবিতা প্রকাশিত হয় দৈনিক বাংলাবাজার পত্রিকায়। তারপর থেকে প্রতিটি প্রধান দৈনিকে ও ছোটকাগজে তিনি সমানভাবে সক্রিয়। তার কবিতা অভিনব চিত্রকল্পে ঋদ্ধ যা খুলে দেয় একটার পর একটা ইন্দ্রিয়সমূহের দরজা!

তুষার কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ. (মেজর ইন মার্কেটিং) সম্মানসহ স্নাতকোত্তর (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং) করেন। তার কাব্যগ্রন্থ: বাগ্দেবী আমার দরজায় (২০০৬), মেঘের পিয়ানো (২০০৭), ছাপচিত্রে প্রজাপতি (২০০৮), যোগিনীর ডেরা (২০০৯), উড়ে যাচ্ছে প্রেমপাণ্ডুলিপি  (২০১০) কুহক বেহালা (২০১২) রক্তকোরকের ওম (২০১৪) ঘুঙুর ছড়ানো ঘুম (২০১৫), তিয়াসার তৃণলিপি (২০১৬), হাওয়াহরিৎ গান (২০১৭), ধূলি সারগাম (২০১৮), তাঁবুকাব্য (২০১৯), কবিতা-বিষয়ক প্রবন্ধ : কুঠুরির স্বর (২০১৬) তুষার কবির ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ , ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার’ এবং ‘দাগ সাহিত্য পুরস্কার’ পেয়েছেন।

সাহিত্য বার্তা পরিবারের পক্ষ থেকে তুষার কবিরকে জন্মদিনে অফুরান শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান