তাঁর জন্মদিন উপলক্ষে দুটি কবিতা পাঠকদের উপহার --- সাহিত্যবার্তা পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্;ন ।
বৃষ্টির শহরে আছি
বৃষ্টির শহরে আছি
বৃষ্টিতে ভিজে শরীর অথবা চোখ।
শুধু মন ভেজাতে পারে না সে জল
ভেজায় শুধু রোদে পোড়া মুখ।
বৃষ্টির শহরে আছি
শহরের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে যাই
দেখি মানুষ-গাছ-বাড়ি ফুল সবই।
দেখি না শুধু জানালায় দাঁড়িয়ে থাকা
প্রিয়ার সেই ছবি।
বৃষ্টির শহরে আছি
আকাশ থেকে ঝরে পড়া জল দেখি
বৃষ্টি দেখি না শুধু।
প্রেমিকা অথবা উপপত্নী
রক্ষিতা করে দিয়ে বনলতাকে
ভালোবেসে প্রেমিক ভাসেন
সওদাগরী ময়ূরপঙ্খী জোয়ারে।
দেওয়া নেওয়ার ভিড়ে
নারীরও নেই কোনো ভ্রুক্ষেপ;
প্রণয়ীর দেওয়া বন্ধু-যুবা
অথবা বৃদ্ধের খোঁয়ারে।
‘তোমার প্রতি অঙ্গ লাগি
কাঁদে প্রতি অঙ্গ মোর।’
এইসব কান্নাকাটি হয়েছে
সহস্র বছর আগে।
অধুনা-প্রেম পতঙ্গকেও
নেয় অঙ্গ হিসেবে যদি
তাতে বিত্তকে নেয়া যায় ভাগে।
আহ, কলিকালে অর্থ-প্রেম এবং ভালোবাসা
একই পাল্লায় থাকে;
রাগে ও অনুরাগে!