কবি নিগার শামীমা এর নতুন বই প্রকাশিত হয়েছে বইমেলা ২০২০ উপলক্ষে । বইটি প্রকাশ করেছেন প্রকাশনা সংস্থা শিখা প্রকাশনী
।
বইটির প্রচ্ছদ এঁকেছেন বিখ্যাত প্রচ্ছশিল্পী চারু পিন্টু । বইমেলায় শিখা প্রকাশনীর
স্টল নং ৫১৭-৫২০
এতে বইটি পাওয়া যাবে ।
কবি পরিচিতি:
নিগার শামীমা। জন্ম ৬ জানুয়ারি, ১৯৮১ নরসিংদীতে।
মা মেহেরুন্নেসা,বাবা মোজাম্মেল হোক। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ। কোন পেশায় সীমাবদ্ধ নেন। কবিতা লেখা তার নেশা।
জীবন,প্রেম ও প্রকৃতিতে তিনি খুঁজে বেড়ান কবিতা। আবৃত্তি চর্চা করেন। ভালোবাসেন বেড়াতে, ছবি তুলতে। অনলাইন পত্র পত্রিকা এবং ছোট কাগজে নিয়মিত লিখেন।
প্রকাশিত কাব্যগ্রন্থ :
জীবনের জলছবি
হৃদয়ে শব্দ ক্ষরণ