কবি ফাহমিদা ইয়াসমিন'র নতুন বই " কথার সুতোয় সেলাই করে আগামী স্বপ্ন "
কবি ফাহমিদা ইয়াসমিন'র নতুন বই " কথার সুতোয় সেলাই করে আগামী স্বপ্ন "

সাহিত্য বার্তা: অমর একুশে বইমেলা ২০২০ উপলক্ষে আসছে কবি ফাহমিদা ইয়াসমিন'
অষ্টম (কাব্যগ্রন্থ ) "কথার সুতোয় সেলাই করে আগামী স্বপ্ন" । বইটি প্রকাশ করেছেন প্রকাশনা সংস্থা প্রাকৃত প্রকাশ আর প্রচ্ছদ করেছেন শ ই মামুন ।

বইটি পাওয়া যাবে বাংলা একাডেমির মহান একুশে গ্রন্থমেলা সাহিত্যদেশ স্টলে।
স্টল নং ২৩৪-২৩৫।  সিলেটের প্রথম আলো বন্ধুসভার বইমেলা জসিম বুক হাউজে।

মৌলভী বাজার এ পাওয়া যাবে,

ইলিয়াছ শপিংসেন্টার-১৬১,
কোর্ট রোড চৌমুহনা মৌলভীবাজার,সিলেট,
বাংলাদেশ। কুরিয়ারে পেতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন(০১৭১২৬৮৩২০৩)


প্রেম ও প্রকৃতির কবি ফাহমিদা ইয়াসমিন মৌলভীবাজার জেলার বড়কাপন গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন

তাঁর পিতা আলহাজ্ব মোঃ-ইলাছ মিয়া , মাতা: ফজিলাতুন্নেছা চৌধুরী

 কবি ফাহমিদা ইযাসমিন  বর্তমানে লন্ডনে চাকরিরতস্বামী প্রকৌশলী মো. ফয়জুল ইসলাম  আদরের দুই সন্তান ফারহাত ও ফারহান

কবি ফাহমিদা ইয়াসমিন মৌলবীবাজার মহিলা কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন শত ব্যস্ততার মাঝে থেকেও সাহিত্যের পঞ্চ শাখায় গভীর মনোনিবেশ করে যাচ্ছেন সতত

দেশ বিদেশের দৈনিক, সাপ্তাহিক, মাসিকপত্রিকা, অনলাইন মিডিয়া ও বিভিন্ন সংকলনে অনবরত লিখে যাচ্ছেন কবিতা, গল্প, ছড়া

কবি ফাহমিদা ইয়াসমিন এর আগে আরও তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে , এবং সাহিত্যাঙ্গনে বেশ আলোড়ন তুলেছিল

প্রকাশিত গ্রন্থগুলো হলো: স্বপ্নচারী মন, নীলিমার প্রেম, শংকা ও সময়ের নিষিদ্ধ ধ্বনি

বিদ্রোহী বিক্ষোভ ছাড়াই ২০১৯ বইমেলায় আসছে কবির আরও দুটি নতুন বই " ফুল ফুটে পাখি উড়ে" ও ডাইরির শেষ পাতা

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান