অমর একুশে বইমেলা-২০২১-এ প্রকাশ পেয়েছে কবি বাকী বিল্লাহ্ এর কবিতার বই ‘ লাবণ্যে জড়ানো পাপ’। ‘লাবণ্যে জড়ানো পাপ’’বইটি মেলায় এনেছে প্রকাশনা সংস্থা- জংশন।
বইটির প্রচ্ছদ করেছেন- চারু পিন্টু
মূল্য- ১৫০ টাকা। মেলায় জংশনের ৭৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে এ বই।
মুহাম্মদ বাকী বিল্লাহ্, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলাধীন পূর্বনলছিয়া গ্রামে জন্ম ।
পিতা : এম এ সামাদ, মাতা: জহুরা খাতুন। দুই ভাই তিন বোনের মধ্যে কবি দ্বিতীয় ।
কবিতা লেখার হাতেখড়ি স্কুলে পড়ার সময়ে । পিতার কর্মসূত্রেথাকতেন নারায়ণগঞ্জ শহরে । সেখানে যুক্ত ছিলেন সাহিত্য সংগঠন ড্যাফোডিল ও অক্ষরেরসাথে ।১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর নারায়নগঞ্জ তোলারাম কলেজ সাহিত্য ওসংস্কৃতি সংসদ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ।
রাষ্ট্রবিজ্ঞান স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আইন শাস্ত্রেডিগ্রী নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে।বাংলাদেশ সুপ্রিমকোর্টে তালিকাভুক্ত হলেও জামালপুর জেলা জজ আদালতের নিয়মিতআইনজীবী।
জামালপুর জেলা আইনজীবী সমিতির১৯৯৫ সালে সাধারণসম্পাদক নির্বাচিত হবার পর সভাপতি নির্বাচিত হয়েছিলেন ২০০৭, ২০০৮, ২০০১,২০১৯ খ্রিস্টাব্দে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরস্বপ্ন শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে- জননেত্রী শেখ হাসিনার একনিষ্ঠ-নিঃশঙ্কসহযাত্রী এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্ ১৯৭৯-৮০ ও ১৯৮০-৮১ দুই মেয়াদেজামালপুর আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন এবং একই সময়ে বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালনকরার পর সুদীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুরজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবনেকন্যা: রিহানত্যাইয়্যাবা বিল্লাহ্,পুত্র : মাহিন মুতাসিম বিল্লাহ্, স্ত্রী: ডাঃ সাজ্দা-ই-জান্নাত, (গাইনী বিশেষজ্ঞ ওসার্জন ) বর্তমানে জামালপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক পদে কর্মরতআছেন ।