কবি বাপ্পি সাহা পেলেন জসীম উদদীন সাহিত্য সম্মাননা
কবি বাপ্পি সাহা   পেলেন জসীম উদদীন সাহিত্য সম্মাননা

লেখক উন্নয়ন কেন্দ্র আয়োজনে জাতীয় প্রেসক্লাব ঢাকা জহুর হোসেন চৌধুরী হলে কবি জসীম উদ্দীন সাহিত্য উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়

জসীম উদদীন সাহিত্য উৎসব এর আহবায়ক গল্পকার জয়শ্রী দাস এর সভাপতিত্বে উদ্বোধন করেন দেশ বরেণ্য কবি, শিশুসাহিত্যিক রফিকুল হক দাদুভাই, নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম কনক এর উপস্থাপনায় ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

উপস্থিত ছিলেন লেখন উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান কবি লিটন হায়দার, প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ শওকত আলী, বিশেষ অতিথি ছিলেন কবি জসীম উদদীনের ছোট ছেলে খুরশিদ আনোয়ার জসীম উদদীন, কবি ও সাংবাদিক সাবিনা ইয়াসমিন, ভেড়ামারা পৌর মেয়র আনোয়ারুল কোভিদ টুটুল, ডক্টর ফোরকান উদ্দিন আহমেদ,গীতিকার জুয়েল মাহমুদ, প্রধান আলোচক ছিলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

আলোচনায় অংশ নেন লেখক উন্নয়ন কেন্দ্রের পরিচালক ওয়ালী জসিম, কবি বাপ্পি সাহা, প্রকাশক জাহাঙ্গীর আলম, কবি রুবেল আহমেদ, কবি মঈনুল ইসলাম টিপু, কবি রওশনারা, কবি সিদ্দিকুর রহমান। কবিতা পাঠ করেন কবি আসাদ কাজল, কবি কাপ্তান নূর। লেখক উন্নয়ন কেন্দ্রের প্রকাশিত নতুন বই কবি মারফিয়া খানের লেখা “বঙ্গ আমার বন্ধু আমার,” লিটন হায়দার ও তৌহিদুল ইসলাম কনক সম্পাদিত বিজয়ের ৫০ বছর উপলক্ষে বিজয়ের কবিতা ও বাপ্পি সাহা’র “সকলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” এই তিনটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

কবি জসীম উদদীন সাহিত্য সম্মাননা পেয়েছেন কবিতায় কবি শাফিকুর রাহী, সঙ্গীতশিল্পী আযম খানের মেয়ে ইমা খান, কবি বাপ্পি সাহা, কবি ইউসুফ রেজা, কবি আফরোজা কনা, কবি মেহেদী হাসান, কবি ইব্রাহিম রেজা, সমাজসেবায় মারফিয়া খান , সাহিত্য সংগঠন লায়ন মোঃ গনি মিয়া বাবুল, গল্পে জয়শ্রী দাস, কবিতায় আমিনা খানম, কবিতায় শাহনাজ পারুল, গল্পে রাশিদা বেগম, কথাসাহিত্যে নজমুল হক খান।

আলোচনায় লেখকদের উন্নয়নের কথা উঠে আছে,উঠে আছে কবি সাহিত্যিকদের নানান সমস্যার কথা,কিভাবে তা সমাধান করা যায় অনুষ্ঠানে তা তুলে ধরা হয়। মা মাটি ফাউন্ডেশন এর চেয়ারম্যান কবি মরফিয়া খানের জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান