
আশি দশকের অন্যতম কবি মেহেদী ইকবালের তিনটি নতুন বই এসেছে ২০২০ বইমেলায় জংশন থেকে ।
তৃতীয় এবং চতুর্থ কাব্যগ্রন্থ 'হ্যামিলনের ইঁদুর ও অন্যান্য কবিতা ','আমিও বৃষ্টির ফোঁটা ঝরে পড়ি তোমাদের ছাদে ।
উপন্যাস 'তালগাছ, একপায়ে দাঁড়িয়ে ।
প্রচ্ছদ এঁকেছেন শিল্পী চারু পিন্টু।
লিটলম্যাগ চত্বরে অকালবোধন এর স্টল নং ২৪ এ বই তিনটি পাওয়া যাবে।
জন্মঃ৩ জানুয়ারী ১৯৬৪, কাচারীপাড়া, জামালপুর। পিতাঃ শেখ আব্দুল জলিল। মাতাঃ বেগম মরিয়ম জলিল।
শিক্ষাঃ সিংহজানী বহুমুলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক। মস্কো গণমৈত্রী বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতকোত্তর।
পেশাঃ চিকিৎসক। বর্তমানে সহকারী পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা।
প্রকাশিত কবিতার বইঃ ইশ্বরের ঘোড়া, সেপ্টেম্বর ১৯৯৫, ছিড়ে যাওয়া নদীর টুকরোগুলো-ফেব্রুয়ারী ২০১৭।
সম্পাদিত পত্রিকাঃ ছোট কাগজ বিবর্তন।
অন্যান্যঃ আশি দশকের কবি মেহেদী ইকবালের বেশকিছু কবিতা রুশ ভাষায় অনূদিত হয়ে মস্কোর পত্র-পত্রিকায় মুদ্রিত হয়েছে।
তিনি এশিয়াটিক সোসাইটি কর্তৃক বাংলা পিডিয়ার অন্যতম অনুবাদক ছিলেন। ২০১১ সালে নয়াদিল্লিতে WHO-এর আমস্ত্রণে দক্ষিণ পূর্ব এশিয়ার Tropical Disease বিষয়ক Expert-দের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
পুরুস্কারঃ ১৯৮২ সালে বাংলাদেশ পরিষদ কর্তৃক একুশে সাহিত্য পুরস্কার লাভ।