এ সময়ের কবি লাকী লতীফা ।তার প্রথম কবিতাপুস্তক মেঘ নদী প্রকাশিত হয়েছে । বইটি প্রকাশ করেছেন প্রকাশনা সংস্থা জংশন । অমর একুশে বইমেলায় লিটলম্যাগ চত্বরের অকাবোধনের ২৪ নং স্টলে পাওয়া যাচ্ছে ।
কবি পরিচিতিঃ
বি.এ পাসঃ সরকারী আশেক মাহমুদ কলেজ । বর্তমানে সরকারী আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয়।
আইন শাস্ত্রে ডিগ্রী অর্জন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। জামালপুর জেলা জজ আদালতের নিয়মিত আইনজীবী। বর্তমানে জামালপুর জেলা সমিতির নির্বাচিত সদস্য ২০১৯।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের একজন সদস্য। আইনজীবী পেশায় নিয়োজিত হওয়ার আগে স্থানীয় পত্রিকা ( আজকের জামালপুর) সাংবাদিক পেশায় নিয়োজিত ছিলাম। তাছাড়া লেখালেখি চর্চা কিশোর কাল থেকেই।
কবির ভাষ্যেঃ সুখ-দুঃখ, আনন্দ,বেদনা সেরা সবার জীবনটাই। সেগুলো কলমের আচরে প্রকাশ করবার ক্ষুদ্র প্রয়াশ।