বইমেলায় পাঠ উন্মোচনের ছবি
এ সময়ের লন্ডনপ্রবাসী কবি শামীম আহমদ । অমর একুশে বইমেলা ২০১৯-এ ‘লিখন প্রকাশন’ থেকে প্রকাশিত হয়েছে শামীম আহমদ গ্রন্থ 'বাতাসের পায়ে শব্দের ঘুঙুর' প্রচ্ছদ করেছেন - রাজিব রায় ও বাসিয়া প্রকাশনীর ব্যানারে কবির কবিতাগ্রন্থ 'নপুংসক নগরে' প্রকাশ হয়েছে । বাসিয়া প্রকাশনীর ৬৩৪ নং স্টলে বইটি পাওয়া যাবে ।
কবির আরেকটি গ্র্রন্থ 'বিন্দু থেকে বৃত্ত' ( কাব্য ) অমর একুশে বইমেলা ২০১৯-এ প্রকাশ করেছেন করেছেন সুনামধন্য প্রকাশনা সংস্থা নন্দিতা প্রকাশ, প্রচ্ছদ করেছেন প্রচ্ছদঃ রাজিব রায় প্রকাশকঃ বি ভি রঞ্জন ।
তিনটি বইয়ের প্রচ্ছদ
একনজরে কবি :
কবি শামীম আহমদ পিতা আব্দুল হাসিম মাতা জোবায়দা খানম , জন্ম ১৯৬৮ সাল সিলেটের মুসলিম সম্রান্ত পরিবারে ,লেখালেখি শুরু ছোটবেলা থেকেই , ১৯৯৩ সালে প্রথম কাব্যগ্রন্থ চেতনা প্রকাশ হয়,১৯৯৮ সাথে একক গীতিকারের এলবামে ভাবোরে মন , গীতাঞ্জলির ব্যানারে প্রকাশ পায়। তারপর ২০১৫ সালে কাব্যগ্রন্থ পথিক ২০১৬ তে নিঃসর্গ পদাবলি ,২০১৭ তে কাব্যগ্রন্থ মুছে যাওয়া পদচিহ্ন ,২০১৮ তে দুইটি কাব্যগ্রন্থ ১)আগুনের সংলাপ ।
কবি শামীম আহমদ দেশ-বিদেশের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, পত্রিকা ও সংকলনে অনবরত লেখে চলেছেন। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় রেখে যাচ্ছেন পদচিহ্ন। তিনি সহজ ভাষায় কবি মনের কল্পনাকে সাজিয়ে তোলেন পাঠ উপযোগী করে। উপমা এবং অলঙ্করণের মাধ্যমে গঠন করেন কবিতার শরীর ও আত্মা ।