কবি শামীম আহমদ এর নতুন বই একুশে মেলা-২০২০ এ
এ সময়ের লন্ডনপ্রবাসী কবি শামীম আহমদ । অমর একুশে বইমেলা ২০২০ -এ ‘নন্দিতা প্রকাশ’ থেকে প্রকাশিত হয়েছে তাঁর কাব্যগ্রন্থ 'তৃষিত লণ্ঠন' । প্রচ্ছদ করেছেন - অনুপম কর ।
নন্দিতা প্রকাশ’ এর ২৭৬,২৭৭,২৭৮ নং স্টলে মেলার প্রথম দিন থেকেই বইটি পাওয়া যাবে ।
একনজরে কবি :শামীম আহমদ মৃত পিতা আব্দুল হাসিম মাতা জোবায়দা খানম , জন্ম ১৯৬৮ সালের ১৫ই ডিসেম্বর সিলেটের এক মুসলিম সম্রান্ত পরিবারে দেশের স্থায়ী ঠিকানা ইলাশকান্দি পশ্চিম চৌকিদেখি সিলেট ; বর্তমানে স্থায়ী ভাবে স্বপরিবারে ইংল্যান্ডে বসবাস । লেখালেখি শুরু ছোটবেলা থেকেই , প্রথম কবিতা প্রকাশ ১৯৮৪ সালে প্রাচীন পত্রিকা যুগবেরীতে তারপর নাটক পাপের প্রতিফল ১৯৮৬ সালে সিলেট মঞ্চস্থ হয় | ১৯৯৩ সালে প্রথম কাব্যগ্রন্থ চেতনা প্রকাশ হয়,১৯৯৮ সাথে একক গীতিকারের এলবামে ভাবোরে মন ,,গীতাঞ্জলির ব্যানারে প্রকাশ পায়। তারপর ২০১৫ সালে কাব্যগ্রন্থ পথিক ২০১৬তে নিঃসর্গ পদাবলি ,২০১৭ তে কাব্যগ্রন্থ মুছে যাওয়া পদচিহ্ন ,২০১৮ তে দুইটি কাব্যগ্রন্থ ১)আগুনের সংলাপ এবং ২) নপুংসক নগরে , ১৯শের বই মেলায় দুইটি কাব্যগ্রন্থ , ১) বাতাসের পায়ে শব্দের ঘুঙুর,, লিখন প্রকাশন ২)বিন্দু থেকে বৃত্ত নন্দিতা প্রকাশনী এবারের বইমেলায় আর একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে নন্দিতা থেকে তৃষিত লণ্ঠন আর অনেক যৌথ কাব্যগ্রন্থ আছে দেশবরণ্য কবিদের সাথে যেমন বসন্ত বিন্যাস , নিঃসর্গ পদাবলি ইত্যাদি ।