নব্বইয়ের দশকের অন্যতম কবি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু
আন্তর্জাতিক তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শামীম রেজার
৫০তম জন্মদিন আজ সোমবার।
এ উপলক্ষে আজ বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল
করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে। শামীম রেজার
জন্ম ১৯৭১ সালের ৮ মার্চ।
বরিশালের ঝালকাঠি জেলার বিষখালী নদীর কোলঘেঁষা
থানা কাঠালিয়ার জয়খালী গ্রামে মামাবাড়িতে। তিনি সাউদপুর ও রাজাপুর পাইলট
উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক পড়েছেন।
শামীম রেজা ‘যখন রাত্তির নাইমা
আসে সুবর্ণনগরে’ কাব্যগ্রন্থের জন্য সুনীল গঙ্গোপাধ্যায় প্রবর্তিত
‘কৃত্তিবাস’ পুরস্কার লাভ করেছেন ২০০৭ সালে।