অমর একুশে বইমেলা-২০২১-এ প্রকাশ পেয়েছে কবি কবি হামিদুর রহমান সোহেল এর কবিতার বই ‘মিথ্যের হিমঘর”
বইটি মেলায় এনেছে প্রকাশনা
সংস্থা- জংশন। বইটির প্রচ্ছদ করেছেন- মিজান স্বপন
মূল্য- ১৫০ টাকা। মেলায় জংশনের ৭৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে এ বই।
কবি হামিদুর রহমান সোহেল বিক্রমপুরের (মুন্সিগঞ্জ) ধলেশ্বরী পাড়ে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন পুরাতন ব্রহ্মপুত্র পাড়ের শহর জামালপুরে। চাকুরীর সুবাদে এক যুগ কেটেছে মৌলভীবাজারে।
বর্তমানে অর্ধযুগের অস্থায়ী আবাস ঢাকায়।
ছোটবেলা থেকেই কবিতা লেখার অভ্যাস। ‘সোহেল জাহিদ’ নামে কাব্যচর্চা ও সাংবাদিকতাও করেছেন প্রায় ১০ বছর। জড়িত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে। নেতৃত্বও দিয়েছেন এসব ক্ষেত্রে।
জামালপুর শহরের সিংহজানী কাচারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক পর্যায়ের শিক্ষাগ্রহণ শেষে ১৯৯১ সালে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং ১৯৯৩, ১৯৯৬ ও ১৯৯৭ সালে জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজ হতে যথাক্রমে এইচএসসি, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাশ করেছেন সাফল্যের সাথে। সরকারী আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের ১ম ব্যাচের ছাত্র ছিলেন তিনি।
পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে চাকুরীর সুবাদে ২০০১ সাল হতে ২০২০ সাল পর্যন্ত মৌলভীবাজার, চাঁদপুর, গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় কর্মরত ছিলেন তিনি।
মাঝে প্রায় পাঁচ বছর কাজ করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঢাকাস্থ সদর দপ্তরে। স্ত্রী সালমা জাহান রেখা, কন্যা সাফিয়া রহমান প্রথা ও পুত্র মোঃ রা’দ শাহামাত প্রহরকে নিয়ে তার সংসার।
২০২০ সালের একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত “মেঘের চিলেকোঠা” তার ১ম কাব্যগ্রন্থ হলেও ছাত্রাবস্থায় ১৯৯৪ সালে ১২ টি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছিলো তার প্রথম কাব্যসংকলন “প্রেতাত্মার সাথে বসবাস”।
এছাড়াও গুণী সুরকার রাজন সাহা’র সুরে ক্লোজআপ ওয়ান খ্যাত কন্ঠশিল্পী নিশীতা বড়ুয়া’র গাওয়া “মেঘ ছুঁয়েছে আজ” গানটির মাধ্যমে তিনি গীতিকার হিসেবেও আত্মপ্রকাশ করেন ২০১৭ সালে।
তার লেখা একাধিক গান প্রকাশের প্রস্তুতি চলছে। ২০২১ সালের একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত “মিথ্যের হিমঘর” কবি হামিদুর রহমান সোহেল এর ২য় কাব্যগ্রন্থ।