আসছে অমর একুশে বইমেলা/২০১৯ প্রকাশিত হতে যাচ্ছে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সমালোচক, ও অনুবাদক হাসানআল আব্দুল্লাহ'র প্রবন্ধগ্রন্থ "কবিতার স্বদেশ বিদেশ" ।
এ প্রবন্ধগ্রন্থ স্থান পেয়েছে হুমায়ুন আজাদ, সৈয়দ শামসুল হক, রফিক আজাদকে নিয়ে ভিন্ন ভিন্ন প্রবন্ধ ।
এছাড়া আরও নতুনত্ব হিসেবে থাকছে নিউইয়র্কে মার্কিনিদের কবিতাপাঠের
আসরে বাংলা কবিতার সম্পৃক্ততা নিয়ে দু'টি প্রবন্ধ । দেশে দেশে একুশে
উদযাপন ও কবির প্রিয় শিক্ষককে নিয়েও আরো দু'টি প্রবন্ধ; আর কবিতা
যাদুবাস্তবতা প্রসঙ্গে আছে একটি প্রবন্ধ। এটি কবি হাসানআল আব্দুল্লাহ'র লেখা সপ্তম প্রবন্ধের
বই । বইটি প্রকাশ করেছেন প্রকাশক শ্যামল পাল, পুথিনিলয় প্রকাশনী থেকে । বইটি উতসর্র্গ করা হয়েছে নিউইয়র্ক থেকে
প্রকাশিত সাপ্তাহিক 'বাঙালী' সম্পাদক কৌশিক আহমেদকে ।
কবি হাসানআল আব্দুল্লাহ। উত্তরাধুনিক শক্তিমান এক অগ্রসর কবির নাম। প্রচারের ডামাডোলের বাইরে বিদেশ বিভুঁই-এ নিভৃতচারী আছেন এইমেধাবী কবি। স্বভাবে প্রচার বিমুখ এবং খ্যাতির প্রলোভন মুক্ত। উদার মানবতাবাদী, কাল ওসমাজ সচেতন, প্রগতিপন্থীএই কবির কাব্য-যাত্রা নব্বই দশকে।
তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সমালোচক, ও অনুবাদক। সনেটেরস্বতন্ত্র ধারার উদ্ভাবক এবং‘নক্ষত্র ও মানুষের প্রচ্ছদ’ নামে মহাকাব্যের রচয়িতা। তার কবিতা অনূদিত হয়েছে ইংরেজি, ফরাসি, স্পেনিশ, কোরিয়ান, পোলিশও রোমানিয়ান ভাষায়। পরে রোমানিয়ান ভাষায় অনূদিত কবিতা দিয়ে সেদেশের কবি মারিস স্যালারির সঙ্গে যৌথভাবে প্রকাশিত হয়েছে দ্বিভাষিক(ইংরেজি-রোমানিয়ান)কবিতার বই। ২০১৫ সালেচীন থেকে প্রকাশিত সুইডিশ কবি ব্যারেটবার্গ ও চীনা কবি ডিয়াবলো সম্পাদিত একটি বৃহৎ বিশ্ব কবিতার এন্থালজিতে বাংলাদেশ পর্বে স্থান পেয়েছে তার কবিতা। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪০ এর উপরে। আন্তর্জাতিক দ্বিভাষিক কবিতা পত্রিকা‘শব্দগুচ্ছ’ সম্পাদক তিনি।