কাজী জুবেরী মোস্তাক এর কবিতা
কবি : কাজী জুবেরী মোস্তাক
শূন্য শহর
আজ আমার কোথাও যাওয়ার জায়গা নাই ;
তাইতো পড়ে আছি ঘুণে ধরা শহরের চৌকাঠ ধরে ,
বখে যাওয়া শহরের কাছে কিছু চাওয়া নাই ;
এ সমাজের প্রচ্ছদ জুড়ে শুধু অার্তনাদ খেলা করে ৷
এ রঙের দুনিয়ায় কোন কিছুই চাওয়ার নাই ;
তাইতো চাওয়া পাওয়া সব জলাঞ্জলী দিয়েছি আজকে ,
সাদাকালো চোখেই রঙীন পৃথিবীটা সাজাই ;
যে সমাজে রঙবাহারী মুখ ও মুখোশ ঘুরে আজকে ৷
এসমাজে আজ কোন মানুষেরই বসতি নাই ;
এখানে আজ ভিক্ষুক লুটেরা'রা থাকে ঘাপটি মেরে ,
এখানে আজ মূখ্য যেন শুধু বেঁচে থাকাটাই ;
অথচ মরে গেলে মানুষ মূল্যহীন তখন মনে পড়ে।