কোহিনুর আকতার এর দুটি কবিতা
কোহিনুর আকতার এর দুটি কবিতা
অন্তরালের কেউ

বহতা এক হৃদয়; নিদ্রাকাতর চোখ দুটো;
অন্তরালের কেউ হয়ে বারবার এসে ফোটো
না চাইতে রোজ তোমায় পাই!
জানো!
প্রয়োজনের অনেককিছুই অসময়ে অপ্রয়োজন!
দেহমন; ক্লান্ত হয় সারাক্ষণ!
ভালোবাসারা ক্লান্ত হয় না মোটে!
লক্ষহাজার মনের কথা আটকে থাকে ঠোঁটে!
কথারা সব হারিয়ে যায়; ফুরোয় প্রয়োজন;
কেবলই স্বপ্নে জড়ায় আনমনা এই মন;
জোনাকের মতো জ্বলে-নেভে
যেন ভুলতে বারণ।

কতকিছু ছেড়ে আসা যায়!

কতকটা পথপাড়ি দিতে হয়
কূলের সন্ধানে;
আবার খুব সহজে অকূলেও মেলে ঠাঁই!
কখনও কখনও কেবলই টানে--
জল, ফুল, হেমন্তের আকাশ
কেবলই সৌন্দর্য সত্তায়।
ভরদুপুর, উদাস বাতাস, মৃদু নীরবতায়
---ভীষণ স্থিরতায়
মায়া-মমতার নির্মলতায়
মনভরে শুভ্র সুখের শীতলতায়।
শুধু এ'টুকুর টানে কতকিছু ছেড়ে আসা যায়!


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান