কয়েকটি কবিতা । ওয়াহিদ জালাল
কয়েকটি কবিতা । ওয়াহিদ জালাল
আত্মকাব্য

আমি আসলেই তোমার প্রতীক্ষায়
নিজেকে পথে দাঁড়িয়ে রেখে শেষে বুঝেছি,
আর কেউ নয়,
আমি নিজের জন্যই এতকাল অপেক্ষা করছি।
শোন ওয়াহিদ,তুমি যাও
তাকে জিজ্ঞেস করে এসো একবার দেখা করার
মূল্য কী?যদি বলেও দেয় প্রাণের দামে,
তুমি তাকে কথা দিয়েই ফিরে এসো।

আত্মকাব্য

বাটি ভর্তি নুনের ওপর চোখের জল গড়িয়ে
পড়লে কখনও সে উথলে উঠেনা,
যার জন্য সে প্রতীক্ষায় রাখে জীবন জড়িয়ে
তাকে ছাড়া ঠোঁটে হাসি ফুটেনা।
মনে রেখো ওয়াহিদ,
যতদিন মন খুলে হাজার কষ্টেও তুমি হাসবে
সকলেই থাকবে তোমার আশেপাশে
না হয় চোখের জলও কূল পায় না চোখে
শত অবহেলায় সে বুকের ওপর ভাসে।

তুমিই হও আমার জীবন

একটুকরো মাটি নিমিষেই ভালবাসার মতোন
ডুবে গেলো গভীর মাটির ভিতর,
রেখে গেলো স্বপ্নের পাহাড় চূড়ায় একটি দীর্ঘশ্বাস।
এতোদিন বুকের ভিতর যে ইচ্ছের কবরগুলো জিয়ারত
করতো মনের অবুঝ দুইটি হাত
আজ মোনাজাতের শেষে তোমার দিকে তার দৃষ্টির জল।
আমি ভালবাসাকে প্রেমিক করে দিতে কখনো তোমাকে
বলিনি,বলেছি খেয়াল রেখো আজন্মের দিশেহারাকে,
তুমি রাখলে জোছনা ছায়ার চাদরে জড়িয়ে---
মানুষের পায়ের শব্দ,তোমার নিঃশ্বাসের আয়াত,
ফুলের সুবাসের মতোন তোমার মুখের শুদ্ধ লালিমা,
তোমার বুকের ওপর লেগে থাকা বাতাসের হাত ও
হাতে থাকা আমার জন্য মখমল পিরিতের অমলিন মউত!
জন্মের মৃত্যুহীন ভাবনার নামই মৃত্যুর ব্যাপক আগ্রহ প্রকাশ,
তুমি হয়তো জেনে গেছো,আমি ঘর ছেড়েছি তোমার জন্য,
আমি পথকে আপন করেছি,
এখন বৃক্ষের ছায়া আমার পূর্বপুরুষের ভিঠা,
আজকাল আমি মাটির ওপর ঘুমিয়ে থাকি একদিন তার
ভিতরে যাব বলে,আমি আকাশকে খুব বেশি ভালবাসি
তাকে ধরা ছোঁয়া যায়না বলে যেমন করে তোমাকেও।
তুমি আমাকে ভুলিয়ে দিয়েছো কাছে থাকা বিকেলের
আলোর কথা,তুমি আমাকে শিখিয়েছো দুরত্বকে কেমন
করে ভালবাসতে হয়,জীবনের কঠিন স্তরের বানান শিখাতে
গিয়ে আমাকে শিখিয়েছো মৃত্যুর মতোন সহজ উচ্চারণ!
আমি কী বলেছি তোমাকে আপন করে ভুলেছি জীবনের কথা?
না রে,
গৃহহীন মানুষের পাঠশালাতে যে পাঠ প্রথম আলো ছড়ায়
সেখানে অমলিন অক্ষরে লিখা,তুমিই আমার-শুধু তুমিই
হও আমার জীবন।

ভালবাসার নফল জ্বালাময় প্রার্থনা

একসময় পৃথিবীর অজস্র কন্ঠস্বর তামার
মতোন রঙ ধরে জমিন হয়ে তাকিয়ে থাকে
মানুষের মুখের দিকে,ফসলের কোন জবান থাকে না।
যখন মানুষ জেনে যায় তার গভীরতর প্রেমের কথা
সে তখনই অসহায় করে দেয় প্রাণের ফরিয়াদ।
কোথাও যাবার আর প্রয়োজন হয় না
চোখের ভিতরেই স্বপ্নের সমান অধিকার নিয়ে থাকে
অধিকারহীন ভালবাসার নফল জ্বালাময় প্রার্থনা,
তাই ভাবছি এ জীবন তোমার কথা ভেবেই কাটছে
না তোমার শ্বাসে এই বৈরাগ্য চিরকাল মিশে গেছে?
কতো অপবাদ কতো তামাশার পাত্র,আসলেই ভাবি,
এই ওয়াহিদ আপনার আমিময়ে তুমি ছাড়া কিছুই না,
কতো কিছুই তো শুনলে কতো জনার মুখে মুখে,একবার
নিজে এসে দেখে যেও আমার ঘরে কাটার বিছানা।

ওয়াহিদ জালালের কথা

আমার চারপাশের শূন্যতা ছাড়া তখন আর
পাশে কিছুই ছিলোনা
তোমাকে যে চিৎকার করে বলবো আজ দেখো
এই আমার আয়না!
তোমার তো দেখবার কথা আমার বিশ্বাস
শুধু তুমিই দেখেছো ঐ আকাশ থেকে ঘটনার সত্যটা।
তারপরও যদি দূরে ঠেলে দাও
এই একা পথ চলতেই হবে একা কতো নীরবে
সকল আগুনের সাথে আমার বড় বেশি পরিচয়
ব্যাথা হয় না যে চোখগুলো আর জল ঝরাবে।
বুঝলাম পৃথিবী জানে না আমার বেদনা
ওগো চিরকাল তোমার নয়তো এতোসব আজানা।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান