কবি : খালেদ হোসাইন
তুমিই ভালোবেসো না, অন্যরাও বাসুক
তুমিই ভালোবেসো না
অন্যরাও বাসুক
দরোজা-জানলা খুলে দাও
রোদ ও হাওয়া আসুক।
ভালোবাসার অধিকারে
সব কোরো না দখল
একটা হৃদয়—কতোটা এর
সইতে পারে ধকল?
দেখতে দিয়ো আকাশ বাতাস
ছুঁতেও দিয়ো পাহাড়
মনের খিদে অনেক, যেন
মৃত্যু না হয় তাহার!
আজ তোমার মৃত্যুদিন, বাবা!
কখনো অবসরে বাবাকে মনে পড়ে
কখনো ভুলে থাকি মগ্ন দ্বিপ্রহরে
তবুও আয়নায় দাঁড়ালে চমকাই
তুমিই দাঁড়িয়ে তো! আমি বিষম খাই।
আমারও পাকা গোঁফ, আমারও কালো চুল
আমার জীবনেও আছে অনেক ভুল
আমিও বেপরোয়া ব্যাপক ঝঞ্ঝায়—
সে পথে হেঁটে যাই, যে পথে মন যায়।
তবুও তুমি তুমি—কর্মে বীরোচিত
জানো তো মনে মনে, হয়েছে কী রচিত—
তোমার মর্মের স্বকীয় নন্দন
মানুষ টের পায়— অমেয় চন্দন।
চকিতে সরে যাই, ব্যথিত দর্পণ
হয়তো শয্যায় করি সমর্পণ—
সাজানো থরে থরে কতো কী মনে পড়ে
আমি না তুমি আজ একাকী এই ঘরে?
দুঃসাহস
তুমি তো আমার আকাশের চেয়ে বড়ো
তোমাকে তাহলে কোথায় রাখি, বলো?
শিব তো জটায় বাঁধতে পারেন গঙ্গা
কিন্তু তোমাকে বাঁধতে চাওয়াও অন্যায়।
হৃদয়ে ও মনে যেখানেই রাখি উপচে
পড়ো তুমি, ভাবো, আমি কতটা ঘুঁপচি।
এতো ছোটো আমি চোখেও পড়ে না কারো
কী দুঃসাহস! তবু তোমাকেই ভালো
বেসে বসে আছি দায়-দায়িত্বহীন-
আমিই বুঝি না! তুমি আমাকে
বুঝবে না কোনোদিন।
এরকমই আমি, চেনোনি আমাকে?
করি আমি যদি কিছু অপরাধ
আমাকে কি তুমি দিয়ে দেবে বাদ?
এইসব কথা তুমি তো জানোই—
আমি যে মানুষ, ফেরেশতা নই!
আছে দোষ-ত্রুটি, আছে বিচ্যুতি
আশেপাশে কিছু আছে জনশ্রুতি।
ভালো ও মন্দে আছে হার-জিতও
কিছু পাশবিক, কিছু মার্জিত।
এই নিয়ে থাকি দ্বিধা ও দ্বন্দ্বে
কাটে দিনরাত ভালো ও মন্দে।
এরকমই আমি, চেনোনি আমাকে?
বর্জিত হলে মর্জি তো থাকে!
যা পেয়েছি—হারিয়েছি
যা পেয়েছি—হারিয়েছি,
যা পেয়েছি, পাইনি
একটি-মাত্র জীবন, আমি
এর বেশি তো চাইনি।
জীবন তো পথ, জীবন্ত তা
আসা এবং যাওয়া
দেখেছি চোখ মেলে।
যা পেয়েছি এ-জীবনে
তা হতো না পাওয়া
অন্য জীবন পেলে।
তার সাথে থাকো
হৃদয়ে তো কিছু ব্লক রয়ে গেছে
তুমিও করো না ব্লক!
আমার না হয় যন্ত্রণা হোক
তোমার মিটুক সখ।
স্বাধীন-মতো উড়বে ঘুরবে
তরুণ কবির হৃদয় খুঁড়বে
প্রায় হঠাৎ দেখা হয়ে গেলে
নিয়ো তাকে কফিশপ
একেবারে রুফটপ!
তার সাথে থাকো রাউন্ড দ্য ক্লক
কোনো দ্বিধা নেই, আমি তো ব্লকড!