খড়কুটো ও অঞ্জলি স্বদেশি ফিল্ম- সোসাইটির অনুষ্ঠানে প্রদর্শনের জন্য নির্বাচিত !
খড়কুটো ও অঞ্জলি স্বদেশি ফিল্ম- সোসাইটির অনুষ্ঠানে প্রদর্শনের জন্য নির্বাচিত !

অফিসিয়াল পোস্টার - খড়কুটো

সাহিত্যবার্তা নিজস্ব:  ময়মনসিংহ জেলার পশ্চিম ও শেরপুর জেলার দক্ষিণে জামালপুর জেলা অবস্থিত। জামালপুর জেলার ৭ টি উপজেলার মধ্যে ইসলামপুর উপজেলা অন্যতম। ইসলামপুর উপজেলার উত্তরে দেওয়ানগঞ্জ ও বকসীগঞ্জ, দক্ষিণে মেলান্দহ ও মাদারগঞ্জ, পূর্বে শেরপুর জেলার সদর ও শ্রীবর্দী উপজেলা এবং পশ্চিমে বগুড়া ও গাইবান্ধা জেলা অবস্থিত। ইসলামপুর উপজেলার আয়তন ৩৫৩ বর্গ কিলোমিটার।

ইসলামপুর উপজেলার পশ্চিম পাশ দিয়ে যমুনা নদী এবং উত্তর-পূর্ব অংশের ভিতর দিযে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত। এ উপজেলার ভূমিরূপ প্লাবন নিম্নভূমি। এছাড়াও অসংখ্য খাল-বিল এ উপজেলায় রয়েছে। কাসা শিল্পের জন্য এই উপজেলার সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী।

অফিসিয়াল পোস্টার - অঞ্জলি

এখানে জন্মগ্রহণ করেছে অনেক গুণীজন । তাদের মধ্যে এ সময়ের গুণীজন সৈয়দ মাসুদ রাজা । তিনি মূলত একজন প্রাইমারি স্কুল শিক্ষক । যার আলোয় আলোকিত হয়েছে বহুবার ইসলামপুর উপজেলা । তিনি নিজের সৃজনশীলতা বিলিয়ে দিয়েছেন প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামান্তরে । কবিতা, গল্প, নাটকের মানুষ সৈয়দ মাসুদ রাজা । তার সভাপতিত্বে ইসলামপুর উপজেলায় পরিচালিত হচ্ছে ব্রহ্মপুত্র কালচারাল একাডেমীসহ অসংখ্যা সংগঠন ।  করেছেন একের পর নাটক নির্মাণ । যা দেশ বিদেশে সুনাম ও খ্যাতি অর্জন করতে শুরু করেছে ।

এটিএন বাংলায় অনুষ্ঠিত এশিয়ার সর্বপ্রথম নাটক বিষয়ক রিয়েলিটি শো / নাট্যযুদ্ধে তিনি একে একে অনেকগুলো ধাপ পাড়ি দিয়ে নিজেকে তুলে ধরেছিলেন উচ্চতার শিখরে ।


সদ্য স্বদেশী ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনের জন্য তার পরিচালিত মুক্তিযুদ্ধ বিষয়ক শর্টফিল্ম " খড়কুটো" ও" অঞ্জলি " দুটোই নির্বাচিত হয়েছে।

যা ইসলামপুর উপজেলার মানুষকে আরেকবার চমকে দেওয়ার মতই । কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরীতে প্রদর্শিত হবে আগামি ২৯ ও ৩০শে এপ্রিল।  জমকালো অনুষ্ঠানটি প্রতিদিন ৯.৩০ - রাত ১০.০০ টা পর্যন্ত।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান