নন্দিত
লেখক আনিসুল হক গ্রন্থমেলার সময় বাড়ানোর যৌক্তিক দাবি তুলেছেন ।
আজ
২৭ফেব্রুয়ারি তার নিজ ফেসবুক টাইমলাইনে এমনটি দাবি জানান
। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে যা লিখেন তা হুবুহু এখানে তুলে ধরা হলো-
“ঢাকা
উত্তরে নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা যন্ত্রযান বন্ধ। এছাড়া ২৭ আর ২৮
ফেব্রুয়ারি দুদিনই বৃষ্টি। কাজেই
বইমেলা ১ মার্চ এবং ২রামার্চ
শুক্রবার এবং শনিবার পর্যন্ত বাড়ানোর দাবি খুবই যৌক্তিক। বাংলা একাডেমির
মহাপরিচালক এবং প্রকাশক সমিতির সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি“।