অমর একুশে বইমেলা ২০১৯-এ ‘লিখন প্রকাশন’ থেকে প্রকাশিত হয়েছে ফাহমিদা ইয়াসমিনের তিনটি গ্রন্থ। এর মধ্যে ‘বিদ্রোহী বিক্ষোভ’ কবিতা গ্রন্থ, ‘ফুল ফুটে পাখি উড়ে’ শিশুতোষ গ্রন্থ এবং ‘ডায়েরির শেষ পাতা’ উপন্যাস।
প্রেম ও প্রকৃতির কবি ফাহমিদা ইয়াসমিন মৌলভীবাজার জেলার বড়কাপন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সহজ ভাষায় কবি মনের কল্পনাকে সাজিয়ে তোলেন পাঠ উপযোগী করে। উপমা এবং অলঙ্করণের মাধ্যমে গঠন করেন কবিতার শরীর ও আত্মা ।
কবি দেশ-বিদেশের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, পত্রিকা ও সংকলনে অনবরত লেখে চলেছেন। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় রেখে যাচ্ছেন পদচিহ্ন।
উল্লেখ্য, গ্রন্থ তিনটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার আদিত্য অনিক প্রকাশনীর ৫৯৮ স্টলে এবং লিটলম্যাগ চত্বরের ৯০ নং স্টলে।