গ্রন্থমেলায় লিমার ‘সেদিন বৃষ্টি ছিল’
বইয়ের প্রচ্ছদ ও লেখক
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে আরেফিন সায়ন্তী লিমার প্রথম গল্পগ্রন্থ ‘সেদিন বৃষ্টি ছিল’। বইটি পাওয়া যাচ্ছে দেশ পাবলিকেশন্সের ৩৮৮-৩৮৯ নম্বর স্টলে। লিমা বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করে আসছেন। উপস্থাপনা, লেখালেখি, বইপড়া, সঙ্গীত চর্চা তার নেশা।
বরগুনা জেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের এম এ হালিমের মেয়ে আরেফিন সায়ন্তী লিমা। কিন্ত তার বেড়ে ওঠা একই জেলার আমতলী উপজেলায়। লিমা বর্তমানে উত্তরা ইউনাইটেড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। গত ২০১৭ এর গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার কাব্যগ্রন্থ ‘মাটিই পরম্পরা’।