ঘর পলায়ন ইচ্ছেসমূহ - দ্বীপ সরকার
বেড়ালছানার মেঁও মেঁও,উঠোনের সন্ধ্যার ডাক-
সন্ধ্যা হলেই গেরস্থ্যদের ডাকে ওরা;
ওখানে ছাদের ওপর মুখিয়ে আছে লোভের ঝিঙেফুল
দেয়ালে দেয়ালে পাতানো আছে আত্মার খিড়কী
ওরা আমাকে টানে গভীরের সিটকি ধরে--
ঘরগুলো ক্ষমা করলেই আমার পলাতক ইচ্ছেদের লাগেজে ভরিয়ে
আমি ফিরবো - ফেরাই উচিত
ঘরের আদি ডাক -কার ভালো না লাগে ?
আমার ঘরেরও হাত আছে - আমাকে ডাকে
আমার ঘরেরও চোখ আছে - আমাকে ইশারা করে
আমার জন্মঋণ আমাকে টানে
ঐতিহ্যের বর্শিতে ঝুলে থাকা শতাব্দীর মাছ
কার্ণিশের নতজানু হয়ে বসে থাকা কুসুম করোটি
আমার প্রতিক্ষায় আছে--
আমার ঘর পলায়ন ইচ্ছেসমূহ ফিরতে চায়
কারণ,মা সেদিন বলেছিলনন - রাগ বেশিদিন ধরে রাখতে নেই----