ঘাতকের বুলেট খুঁজে ফিরে তোমাকে- কাজী রাশেদ
ঘাতকের বুলেট খুঁজে ফিরে তোমাকে- কাজী রাশেদ
তেতাল্লিশ বছর ধরে ঘাতকের নিশানা,
ঘুরে ফিরে খুঁজে ফেরে,
খুঁজে ফেরে আনাচ কানাচ,
সভা সমাবেশ অথবা চলার পথ,
লক্ষ্য একটা, শুধু একটা।
বেঁচে যাওয়া দুই বাঘের বাচ্চা,
বেঁচে যাওয়া দুই বাংলার কন্যা।

দুটি প্রাণ বেঁচে যায় পঁচাত্তরের নারকীয়তায় 
দুটি প্রাণ বেঁচে যায় উনিশ পদক্ষেপেও, 
বেঁচে যাওয়া দুই নারী যেনো গোটা বাংলাদেশ,
বেঁচে যাওয়া দুই নারী যেনো শত্রুর ঘুম হারাম।

তেতাল্লিশ বছর যাপিত জীবন এক,
তেতাল্লিশ বছর মৃত্যুর মুখোমুখি,
তেতাল্লিশ বছর মৃত্যু নিয়ে বেঁচে থাকা, 
শত্রুর মুখে বার বার ছাই দিয়ে 
জীবন কে জিতে নেওয়া।

জীবনের বাহাত্তরে এসেও তাই তোমাকেই
দাঁড়াতে হয় নিরন্ন মানুষের মাঝে,
এখনো বার বার বাংলা এসে তোমাতেই
মিশে যেতে যায় পরম নির্ভরতায়,
জায়নামাজ এর জমিনে তোমার দৃঢ় দাঁড়ানো,
সৃষ্টিকর্তার ধ্যানে তোমার একাগ্রতা, 
সবকিছু মিলে শত্রুর অপপ্রচার পায়,
মিথ্যার আর ভন্ডামীর আস্ফালন। 

আযান বন্ধ করে উলুধ্বনি উঠা,
শান্তিচুক্তির নামে দেশ ইন্ডিয়া, 
মিথ্যে অপবাদে ক্ষমতা দখল,
আর জংগীগোষ্টীর উত্থান,
হলি আর্টিজানের নির্মম হত্যা,
সব মিলে এক ধ্বংসযজ্ঞে মেতে উঠা,
সেই পুরানো শকুন, সেই পুরানো ঘাতক।
দখলে নিতে চায় প্রিয় স্বদেশ,
রক্তের হোলিখেলায় মাততে চায় আবার।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান