চন্দ্রলেখা মহান্তী এর কবিতা
তৈলচিত্র প্রদর্শনী সাজিয়ে,সাজিয়ে
উল্লাসে উল্লাসে ফেটে পড়ছে
আঁধারের দ্রাঘিমা
চোখের মায়া জাদুতে আলুপ্ত জাদুকর
জোনাকিরা আড়চোখে আলোর
নক্ষত্র মিলিয়ে রাখছে
বুকের অরণ্যের দাবানল
আলো নিভে গেলে ছেয়ে আসে
ঘুমের পারিজাত
নির্বাক অশ্রুত চেয়ে থাকে
জলছবির মানসী
তার বুকে নিশ্চিন্তে ঘুমায়
রবাহুত মার্জার
পাতাঝাঁঝি গাছের পাতা
চুঁইয়ে গড়িয়ে পড়ছে রক্ত
ভালোবাসা খুন হলো,মৃত শরীর ছেনে
স্তন, নাভী নিয়ে গেছে আগুন পতঙ্গ-বৃক্ষ
গোলাপের ছেড়া পাঁপড়িতে
লেগে আছে প্রেমের ঘ্রাণ
অলীক অলীক বলে, ডেকে উড়ে গেছে
দুপুরের ঘুম জাগানিয়া ঘুঘু
জলছবি
তৈলচিত্র প্রদর্শনী সাজিয়ে,সাজিয়ে
উল্লাসে উল্লাসে ফেটে পড়ছে
আঁধারের দ্রাঘিমা
চোখের মায়া জাদুতে আলুপ্ত জাদুকর
জোনাকিরা আড়চোখে আলোর
নক্ষত্র মিলিয়ে রাখছে
বুকের অরণ্যের দাবানল
আলো নিভে গেলে ছেয়ে আসে
ঘুমের পারিজাত
নির্বাক অশ্রুত চেয়ে থাকে
জলছবির মানসী
তার বুকে নিশ্চিন্তে ঘুমায়
রবাহুত মার্জার
মায়াবৃত্ত
পাতাঝাঁঝি গাছের পাতা
চুঁইয়ে গড়িয়ে পড়ছে রক্ত
ভালোবাসা খুন হলো,মৃত শরীর ছেনে
স্তন, নাভী নিয়ে গেছে আগুন পতঙ্গ-বৃক্ষ
গোলাপের ছেড়া পাঁপড়িতে
লেগে আছে প্রেমের ঘ্রাণ
অলীক অলীক বলে, ডেকে উড়ে গেছে
দুপুরের ঘুম জাগানিয়া ঘুঘু