চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও চাঁদপুর লিটলম্যাগ ফোরামের আয়োজনে ‘কল্পে গল্পে ইলিশ’ এবং ‘যাপনে উদযাপনে ইলিশ’ বই দুটির পাঠ উন্মোচন করা হয়। ৩০ জুলাই বিকেল ৫টায় জোড়পুকুর পাড়ের সাহিত্য একাডেমিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
দীপু মনি তার বক্তব্যে বলেন, ‘চাঁদপুর লিটলম্যাগ ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলার সাহিত্যচর্চাকে বেগবান করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমি আজকের আয়োজন দেখে মুগ্ধ হয়েছি। এমন আয়োজনের কারণে আমিও বই প্রকাশ করতে উৎসাহ পাচ্ছি।’
তিনি বলেন, ‘মানুষকে উৎকর্ষের দিকে এগিয়ে নিয়ে যায় সাহিত্যচর্চা। সে জন্য দেশে বেশি বেশি সাহিত্যচর্চা হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রীও লিখতে পছন্দ করেন। আজকের ইলিশ নিয়ে বই দুটি যদি ইংরেজিতে অনুবাদ করা হয়, তবে বিশ্ববাসী ইলিশ সাহিত্য সম্পর্কে ভালো ধারণা পাবে।’
সাহিত্য একাডেমি চাঁদপুরের মহাপরিচালক ও উপদেষ্টা কাজী শাহাদাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তিনি বলেন, ‘ইলিশ কেবল চাঁদপুরের ঐতিহ্য নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য। বিশ্বের মানুষ ইলিশ চেনে। ইলিশ নিয়ে সাহিত্যচর্চা অভিবাদন পাওয়ার যোগ্য।’
চাঁদপুর লিটলম্যাগ ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসান, লোকগবেষক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, প্রাবন্ধিক ডা. পীযূষ কান্তি বড়ুয়া ও কবি ইকবাল পারভেজ।
স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক ম. নূরে আলম পাটওয়ারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন লিটলম্যাগ ফোরামের সহ-সভাপতি তছলিম হোসেন হাওলাদার, চাঁদপুর লেখক পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও সদস্য শাহমুব জুয়েল।
উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্লাহ অলি, চাঁদপুর টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, লেখক ও সাংবাদিক শাহাদাত হোসেন শান্ত, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, চাঁদপুর সরকারি কলেজের গ্রন্থাগারিক তৃপ্তি সাহা, ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সাবেক সভাপতি মুক্তা পীযূষ, নিউজ টুয়ান্টিফোরের জেলা প্রতিনিধি খোকন কর্মকার, লেখক মুহাম্মদ ফরিদ হাসান প্রমুখ। অনুষ্ঠানে অতিথি ও আলোচকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।