২৪ সেপ্টেম্বর রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চতুরঙ্গ আয়োজিত দশম ইলিশ উৎসবে জেলার সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় ১১ জন ব্যাক্তিকে বিশেষ সম্মাননা, আজীবন সম্মাননা দেয়া হয়েছে।
এবারের দশম ইলিশ উৎসবে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর অালম হৃদয়কে আজীবন সম্মাননা প্রদান করেন চতুরঙ্গ দশম ইলিশ উৎসবের আহবায়ক, জেলা সাহিত্য একাডেমীর মহাপরিচালক, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চতুরঙ্গ ইলিশ উৎসবের রুপকার ও মহাসচিব সাংস্কৃতিক ব্যাক্তি হারুন আল রশিদ, জেলা যুব মহিলালীগের সভাপতি কমিশনার ফরিদা ইলিয়াস।
উল্লেখ্য, শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৌদি আরব থাকায় তার পক্ষে আজীবন সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন সংগঠনের সম্মানিত সদস্য, প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট অভিনেতা এইচ, এম রুবেল, সম্মানিত সদস্য বিশিষ্ট সাংবাদিক সিফাত রহমান, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক সংগীত শিল্পী অন্তরা সরকার।
শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির সাথে তার মুঠোফোনে আলাপ হলে তিনি তার প্রতিক্রিয়ায় বলেন,-" আমি প্রথমে চাঁদপুর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গ পরিবারের সবাইকে ধন্যবাদ দিতে চাই, যারা দীর্ঘ দিন ধরে ইলিশ উৎসব করে আসছেন এবং সেখানে চাঁদপুর জেলা সহ দেশের বাহিরের সাহিত্য, সাংস্কৃতিক ব্যাক্তিদের সম্মানিত করছেন। এটা বিশাল একটি ব্যাপার, ৮ দিন ধরে এই উৎসব চলবে, আমি মনে করি বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা উচিৎ। আর এবারের দশম চতুরঙ্গ ইলিশ উৎসবে আমায় যে আজীবন সম্মাননার ঘোষণা দিয়েছেন সত্যিই আমি আনন্দিত এবং আমাদের শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠী পরিবারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। সবশেষে আমি দশম ইলিশ উৎসবের সফলতা কামনা করছি"।