ছড়াকার জুসেফ খানের চতুর্থ ছড়াগ্রন্থ প্রকাশিত
ছড়াকার জুসেফ খানের চতুর্থ ছড়াগ্রন্থ প্রকাশিত

ছড়াগ্রন্থের প্রচ্ছদ


বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ছড়াকার জুসেফ খানের চতুর্থ ছড়াগ্রন্থ সোৎপ্রাস ।ছড়াগ্রন্থটি ঢাকা বইমেলায় বাসিয়া প্রকাশনীর ৬৩৪নং স্টলে পাওয়া যাবে।সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সিলেট বইমেলার (২০১৯) বাসিয়া প্রকাশনী স্টল নং ০৩ এবং জসিম বুক হাউজ থেকেও বইটি সংগ্রহ করে নিতে পারেন।

নাম: জুসেফ খান (প্রবাসী ছড়াকার)
পিতা: ছড়াকার কাদের নওয়াজ খান
মাতা: সুলতানা খান
জন্ম ২৯ ডিসেম্বর ১৯৭৬
ঠিকানা: খান মন্জিল,ভার্থখলা, সিলেট

সিলেটের রাজা জি. সি হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর ,মদন মোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন । পরবর্তীতে মুরারি চাঁদ কলেজ (সংক্ষেপে: এমসি কলেজ) থেকে বাংলা সাহিত্য নিয়ে অনার্সে পড়ালেখা করেন । ১৯৯৮ সনে তিনি আমেরিকার নিউইয়র্ক শহরে পাড়ি জমান । সেখানে নিউইয়র্ক কুইন্স বরো কলেজ এবং নিউইয়র্ক সিটি ট্যাকনিকাল কলেজে পড়ালেখা করে উচ্চতর ডিগ্রী লাভ করেন ।২০১১ থেকে তিন পুত্র এবং এক মেয়ে সহ স্হায়ী ভাবে ইংল্যান্ডের বার্মিংহ্যাম শহরে বসবাস করছেন ।তিনি আমেরিকা, ইংল্যান্ড থেকে প্রকাশিত বিভিন্ন বাংলা সাপ্তাহিক পত্রিকা এবং বাংলাদেশের দৈনিক পত্রিকা,সাহিত্য কাগজে নিয়মিত লিখছেন।

প্রকাশিত গ্রন্থ
ছাইপাঁশ(২০১৬),
খড়কুটো(২০১৭),
রকমারি (২০১৮)
সোৎপ্রাস (২০১৯)


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান