ষাট দশকের শক্তিমান ছড়াকার কাদের নওয়াজ খানের পাঁচ সন্তানের তৃতীয় সন্তান জুসেফ খান ১৯৭৬ সনের ২৯ ডিসেম্বরে সিলেটের ভার্থখলার ‘খান মঞ্জিলে’ সাহিত্য পরিবারে জন্ম গ্রহন করেন।
সিলেটের রাজা জি. সি হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর ,মদন মোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন।পরবর্তীতে মুরারি চাঁদ কলেজ (সংক্ষেপে: এমসি কলেজ) থেকে বাংলা সাহিত্য নিয়ে অনার্সে পড়ালেখা করেন । ১৯৯৮ সনে তিনি আমেরিকার নিউইয়র্ক শহরে পাড়ি জমান ।
সেখানে নিউইয়র্ক কুইন্স বরো কলেজ এবং নিউইয়র্ক সিটি ট্যাকনিকাল কলেজে পড়ালেখা করে উচ্চতর ডিগ্রি লাভ করেন ।২০১১ থেকে তিন পুত্র এবং এক মেয়ে সহ স্হায়ী ভাবে ইংল্যান্ডের বার্মিংহ্যাম শহরে বসবাস করছেন ।তিনি আমেরিকা, ইংল্যান্ড থেকে প্রকাশিত বিভিন্ন বাংলা সাপ্তাহিক পত্রিকা এবং বাংলাদেশের দৈনিক পত্রিকা,সাহিত্য কাগজে নিয়মিত লেখালেখি করে চলেছেন নিত্যনতুন বিষয় আর সময়কে ধারণ করে।
তার শিশুতোষ, বিষয়ভিত্তিক, সমসাময়িক, রম্য এবং সিরিয়াস ছড়া আমাদের সমাজ তথা মননকে দারুণভাবে আলোড়িত করছে। ইতিমধ্যে লেখকের পাঁচটি ছড়াগ্রন্থ ছাইপাঁশ,খড়কুটো,রকমারি,সোৎপ্রাস এবং কিছু কিছু ছড়ায় ইস্যু প্রকাশিত হয়েছে। সাহিত্যবার্তা পরিবারের পক্ষ থেকে ছড়াকার জুসেফ খানে’র জন্মদিনে একগুচ্ছ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন