বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলায়- (২০২০) প্রথম দিন থেকেই অনার্য পাবলিকেশন্স এর স্টলে ( স্টল নম্বর ৩৪২-৩৪৩-৩৪৪-৩৪৫ ) পাওয়া যাবে ছড়াকার জুসেফ খানের পঞ্চম ছড়াগ্রন্থ ‘কিছু কিছু ছড়ায় ইস্যু’ ।
ছড়াকার এই ছড়াগ্রন্থে দেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ কিছু ইস্যু এবং এর প্রতিকার ছড়ায় ছন্দে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ।
ছড়াকার আগুনের আতঙ্ক নিয়ে ছড়ায় লিখেছেন —
“ভয় ভয় মনে ভয়
কখন যে কি হয়
চারিদিকে হতাশার খবরে ।
আগুনেতে পুড়ে লাশ
আফসোস হাসফাস
রেখে আসা তাজা প্রাণ কবরে ।”
ফুটপাতের সমস্যার লেখা ছড়ার শুরুটা এ রকম —
“চলাচল ফুটপাতে
না কি হাঁটা বাজারে !
ফুটপাত হকারের
পদব্রজ সাজা রে !
পথচারী সড়কে
ভয় প্রাণে প্রতিক্ষণ !
বাস,ট্রাক,রিকশা,
আছে ভ্যান,নছিমন !”
মশা নিয়ে ছড়ার কিছু অংশ —
“হায়রে মশা, করল দশা
বেহাল জীবন উৎপাতে !
আপন দেহে,চাপড় খেয়ে,
আসে কী আর ঘুম তাতে !”
ছড়াগ্রন্থ ‘কিছু কিছু ছড়ায় ইস্যু’ প্রকাশ করেছে অনার্য পাবলিকেশন্স ।প্রচ্ছদ করেছেন মামুন হোসেইন । অলংকরণ করেছেন লেখক-পতœী সিনাজ আনহু খান ।বইটির মূল্য ২০০ টাকা ।