জনপ্রিয় শিল্পী অঞ্জন দত্ত এর জন্মদিন
জনপ্রিয় শিল্পী অঞ্জন দত্ত এর জন্মদিন

আধুনিক বাংলা গান এর জগতে অঞ্জন দত্ত একজন জনপ্রিয় শিল্পী। জীবনমুখী গান নামে বাংলা গান এর যে ধারা প্রচলিত, অঞ্জন দত্ত সেই ধারার গান লেখেন, সুর করেন এবং গেয়ে থাকেন। আজ উনার জন্মদিন। ১৯৫৩ সালের ১৯ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।

তাঁর ছেলেবেলা কেটেছে দার্জিলিং-এ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টারস্‌ করেছেন। তাঁর গান এর সহজবোধ্যতা সবাইকে আকৃষ্ট করে। তাঁর ছেলেবেলার কথা তাঁর গান এ ভীষণভাবে ফুটে উঠেছে।
তিনি চলচ্চিত্রে অভিনয় করেন এবং চলচ্চিত্র পরিচালনাও করেন। তাঁর পরিচালিত একটি ছবির নাম হল ‘দ্যা বঙ কানেকশন’। সমসামায়িক অঞ্জন দত্তের আর একটি ছবি হল ‘রঞ্জনা আমি আর আসবনা’।

অঞ্জন দত্তের জন্মদিনে সাহিত্য বার্তার পক্ষ থেকে শুভেচ্ছা।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান