জবি’র দর্শন বিভাগের সাংস্কৃতিক ক্লাবের কমিটি গঠন
ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা গতিশীল করতে সাংস্কৃতিক ক্লাব গঠন করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে দর্শন বিভাগের সাংস্কৃতিক ক্লাবের মডারেটর মো. জসিম খান ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
দর্শন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মমিন উদ্দিনকে সভাপতি এবং কানিজ ফাতিমাকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। কমিটিতে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার এবং অধ্যাপক ড. লুৎফুর রহমানকে উপদেষ্টা, সহকারী অধ্যাপক নুসরাত জাহান পান্না, প্রভাষক শামীম আরা পিয়া এবং প্রভাষক সাজিয়া আফরিনকে কো-মডারেটর করা হয়েছে।
কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন- সহ সভাপতি শ্রী আকাশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক কমারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, অর্থ সম্পাদক মেহেদী হাসান শুভ, দপ্তর সম্পাদক এস এম রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মামুন শেখ, কার্যকরী সদস্য মো. সাঈদ মাহাদী সেকেন্দার, আসমা আক্তার লাবনী, মাহবুবা মুস্তারি শুক্লা, এনামুল হক, মো. মেহেদী হাসান, শিমু তালুকদার এবং মো. আব্দুল্লাহ বিন বাবর।