জান্নাতুল ফেরদৌস এর কবিতা
কবি : জান্নাতুল ফেরদৌস
জীবনবোধ
অদ্ভুত এক জীবনবোধ নিয়ে বেচেঁ আছি,
আকাঙ্খা মাত্রই সব হাজির, তবু সুখ বোধ যেন অধরা কোন প্রতিবিম্ব।
নৈতিকতা বোধ আছে কিন্তু, তার দরুন
কোন কার্যসাধন নেই। মানবতার জন্য হাহাকার আছে,তবু নিজেই যেন প্রতিনিয়ত করি তাকে হত্যা।
নিজেকে জাহির করি সরল আর বিবেকবান
হিসাবে, অথচ প্রতিনিয়ত বিকিয়ে দেয় নিজেকে, জটিল জীবনের ধাঁধা সমাধানে।
টিকে থাকাটাই যেখানে মুখ্য,সেখানে বিবেকের দাম কতটুকুই বা।
অরাজকতা দেখি আড়চোখে,তা নিয়ে করি দুঃখবোধের প্রকাশ,আর নিজেকে গুটিয়ে রাখি যতটুকু দুরে থাকা সম্ভব।
অদ্ভুত এক জীবনবোধ নিয়ে বেচেঁ আছি,
গিরগিটির মতো রঙ বদল করতে পারাটা
যেখানে কৃতিত্ব, সেখানে ভালোবাসা
শুধু ভনিতা মাত্র।