জামালপুরে চিত্রাংকন প্রতিযোগিতা
জামালপুরে চিত্রাংকন প্রতিযোগিতা

সাহিত্যবার্তা নিজস্ব : নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৯ তম জন্ম তিথি উপলক্ষে ১০ আগস্ট জেলা পর্যায়ে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা মেলান্দহ উপজেলা পরিষদ হল রুমে বিকেলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম থিয়েটারভূক্ত সংগঠন খালেদ মোশারফ অঞ্চলের শহিদ সমর থিয়েটার এর আয়োজন করে।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার প্রতিযোগিরা অংশগ্রহণ করে। এ উপলক্ষে প্রতিযোগিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন-থিয়েটারের আঞ্চলিক সমন্বয়ক রেজাউল করিম লেবু মাস্টার, থিয়েটারের সভাপতি আবুল মনসুর খান দুলাল, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, মোশারফ হোসেন, হাজরাবাড়ি সিরাজুল হক কলেজের উপাধ্যক্ষ আ: আজিজ, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকির, ইসলামপুর নেকজাহান স্কুলের প্রধান শিক্ষক আশরাফুর রহমান খান, জেলা নাট্যনীড়ের সাংগঠনিক রাজিব, মাদারগঞ্জ চারণ থিয়েটারের সাধারণ সম্পাদক নূর মোহাম্মাদ, মাহমুদপুর হাবিবুর রহমান কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমুখ।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান