জীবনানন্দ পুরস্কার পেলেন জুয়েল মাজহার ও আবদুল মান্নান
জীবনানন্দ পুরস্কার পেলেন জুয়েল মাজহার ও আবদুল মান্নান

জুয়েল মাজহার ও কথাসাহিত্যিক আবদুল মান্নান সরকার।

জীবনানন্দ পুরস্কার-২০১৯ পেলেন কবি জুয়েল মাজহার ও কথাসাহিত্যিক আবদুল মান্নান সরকার। যথাক্রমে কবিতা ও কথাসাহিত্যে এই পুরস্কারে ভূষিত হয়েছেন দু’জন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘ধানসিড়ি সাহিত্য সৈকত’ ও ‘দূর্বা’র যৌথ উদ্যোগে প্রবর্তিত এ পুরস্কার কবি জীবনানন্দ দাশের ‘জন্মদিন ১৮ ফেব্রুয়ারি’ ঘোষণা করা হয় ।

পুরস্কারের অর্থমূল্য দশ হাজার টাকা ও সম্মাননাপত্র জীবনানন্দের প্রয়াণদিবস আগামী ২২ অক্টোবর বরিশালে আনুষ্ঠানিকভাবে অর্পণ করা হবে।

সম্প্রতি পুরস্কার চূড়ান্তকরণসভা কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, ‘ধানসিড়ি’র সম্পাদক মুহম্মদ মুহসিন, ‘দূর্বা’র সহযোগী সম্পাদক কবি সারফুদ্দিন আহমেদ এবং ‘ধানসিড়ি সাহিত্য সৈকত’র অন্যতম প্রতিষ্ঠাতা কবি শামীম রেজা। 

দ্বিবার্ষিক এ পুরস্কারের রীতি হচ্ছে- ‘ধানসিড়ি’ ও ‘দূর্বা’র প্রযোজনায় পাঁচজন কবি ও পাঁচজন কথাসাহিত্যিকের একটি সংক্ষিপ্ত তালিকা দেশের বিশিষ্ট ১০ জন সাহিত্যিক বা সাহিত্য-সমঝদারের কাছে পাঠানো হয়। ওই দশজনের নির্বাচনের বা ভোটের ভিত্তিতে একজন কথাসাহিত্যিক ও একজন কবিকে জীবনানন্দ পুরস্কার দেওয়ার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান