জুসেফ খানের বিশ্বকাপ ক্রিকেটের পাঁচটি ছড়া
জুসেফ খানের বিশ্বকাপ ক্রিকেটের পাঁচটি ছড়া
ছবি - ছড়াকার জুসেফ খান


বিশ্বকাপের সাজ


উল্লাসে আর উচ্ছ্বাসে সব
কাঁপছে ক্রিকেট জ্বরে,
বিশ্ববাসী এক হয়েছে
চারটি বছর পরে ।

সাকিব,তামিম,ম্যাশ,মুশিদের
জার্সি পরে গায়ে !
ক্রিকেট নিয়ে যুক্তি তর্কে
আড্ডা জমে চায়ে !

নিজের দেশ পারবে কি না
ছিনিয়ে নিতে জয় ।
অনুমানে তীর ছুড়ে তাই
মনের ভেতর ভয় !

নাওয়া খাওয়া শিঁকেয় তোলে
আঁটকে টিভির পাশে,
পরাজয়ে কান্না আসে
জিতলে পরে হাসে !

শিশু,কিশোর,বৃদ্ধ,তরুণ,
সবাই খুশি আজ !
চারিদিকে মহাড়ম্বর
বিশ্বকাপের সাজ !


বৃষ্টিকাপ ক্রিকেট



বিলেতের আকাশে
প্রতিরোজই দৃষ্টি ।
ক্রিকেটের জয় হবে !
নাকি জয়ী বৃষ্টি ?

ওয়ার্ল্ড কাপে বৃষ্টিটা
মূল প্রতিপক্ষ ।
ভাগাভাগি পয়েন্টে,
বেঁচে যাওয়া লক্ষ্য ।

ওয়েদার বুলেটিনে
চোখ প্রতি ঘন্টায় !
ক্রিকেটের যত ফ্যান
থাকে উৎকন্ঠায় !

প্রার্থনা সবার একই
যারে মেঘ উড়ে যা
ডাকওয়ার্থ-লুইস নিয়ে
রোদ রেখে দূরে যা !


সোনার ছেলে


সেরার সেরা বলছে সবাই
বিখ্যাত যে বিশ্বময় !
যার খেলাতে অবাক হয়ে
ক্রিকেট বিশ্ব তাকিয়ে রয় !

আইসিসি র‍্যাংকিং এ যে
থাকছে সেরা হেসেখেলে ।
মাগুরাতে জন্ম নেয়া
আমাদের এক সোনার ছেলে ।

ঘূর্ণি বলে উইকেট নেয়,
ব্যাটেও যার আসে রান !
বাংলাদেশের রত্ন সে যে
প্রিয় সাকিব আল হাসান।

প্রতিনিয়ত গড়ছে রেকর্ড
খেলছে সাকিব চমৎকার !
বিশ্বকাপে সবার সেরা
হবে সে যে অমত কার !

ক্রিকেট জ্বর



নাচে খোকা নাচে খুকু নানা নানি শুদ্ধ
কত রান, কত বল, ব্যাটে বলে যুদ্ধ !
চার,ছয়,উইকেটে,চিৎকারে কত ঢং !
জার্সিটা গায়ে দেয়া,সবুজ আর লাল রং !
বুক করে ধুকধুক, জয় নাকি পরাজয় ।
বৃষ্টিটা এলো বুঝি,মনে তাই থাকে ভয় !
আহা; উহু করে সবে,রোজ খেলা দেখছে ।
ডাকওয়ার্থ-লুইসের নিয়মটাও শেখছে ।
তারকা কে হবে সেরা,ঝড়িয়ে যে কতো ঘাম,
রোহিত,সাকিব,ওয়ার্নার,আছে আরও কত নাম।
মাঠে ঘাটে, চা-স্টলে চলে কত যুক্তি ।
হবে নাকি শতরান,নাকি আউটে মুক্তি !
আনন্দে সব আছে, হোক ধনী নিঃস্ব ।
ক্রিকেটের জ্বরে আজ,কাঁপে গোটা বিশ্ব ।


নড়াইল এক্সপ্রেস



নড়াইলের পথেঘাটে,
ছুটোছুটি খোলা মাঠে ,
চিত্রার নদী জলে,
সাঁতার আর কোলাহলে
ক্রিকেটের ব্যাটে বলে
বেড়ে ওঠা খেলা ছলে ,
বাবা, মার আদরের ,
ভালোবাসা চাদরের ,
দুরন্ত, সে দুর্বার !
"কৌশিক" নাম তার ।

চোট আর আঘাতে !
শত রাত জাগাতে ,
বাজি রেখে স্বীয় প্রাণ,
স্বদেশের জয়গান !
ষোল কোটি ভক্তের ,
বন্ধন সে রক্তের !
আবেগের ছোঁয়াতে,
প্রার্থনা, দোয়াতে ।

সাহসী, সে দৃঢ় চেতা ,
মন জুড়ে উদারতা ,
হাসিতেই স্নিগ্ধতা ,
বাংলার দলনেতা ।
আগলে সে দলটাকে
এক সুতোয় গেঁথে রাখে !
তাই "ম্যাশ" জনতার ,
প্রাণ প্রীয় ক্রিকেটার ।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান