বীরভূম-নলহাটি :- ২৯ সেপ্টেম্বর – জ্যোতিষ সাহিত্য পত্রিকার উদ্যোগে পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্ম (১২ আশ্বিন ১২২৭) বঙ্গাব্দ ও স্থানীয় চারণ কবি অৰ্কেন্দু ভূষণ রায়ের মৃত্যু দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল সাহিত্য সভা। তাঁদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। তানজিলাল সিদ্দিকী সাহেবের সঞ্চালনায় স্ব-রচিত লেখা পাঠ করে শোনান লেখকেরা। ১৫০ জন কবি ও সাহিত্যিক এই সাহিত্য আসরে অংশ গ্রহণ করেন। এদিন দুটি সাহিত্য পত্রিকা একত্রে প্রকাশিত হয়। নির্মলেন্দু বিকাশ রায়ের ‘জ্যোতিষ’ ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়। পত্রিকার মোড়ক উন্মোচন করেন সাহিত্য সভার সভাপতি ডঃ চৈতন্য বিশ্বাস মহাশয়। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রাজেন শাহ , বিনত বিশ্বাস।
জ্যোতিষ সাহিত্য পত্রিকা থেকে সাহিত্য সম্মাননা প্রদান করা হয় – লক্ষ্মীনারায়ন দত্ত মহাশয়কে (সাহিত্যিক )। কৃতী সম্বর্ধনা দেওয়া হয় স্থানীয় ২ জন ছাত্রীকে, অনিন্দিতা ভট্টাচার্য প্রাপ্ত নং ৬৩৯ (মাধ্যমিক) অরুণিমা ব্যানার্জী প্রাপ্ত নং- ৪৫০ (উচ্চ মাধ্যমিক )। এই সাহিত্য সভা পরমপরা গত ভাবে চলে আশা, নতুন প্রজন্মের কাছে গ্রাম গঞ্জে সাহিত্য চার্চাকে আরও উজ্জীবিত করতে দিয়ে গেলো এক মন্ত্র। সাহিত্য সভাটি অনুষ্ঠিত হলো পূর্ব গোপালপুর গ্লোবাল এ্যাকাডেমিক ইনস্টিটিউট-এর প্রাঙ্গনে প্রাঙ্গণে বেলা ১ টায়।