জয়া ঘটক এর কবিতা
জয়া ঘটক এর কবিতা

দেবী কাহিনী

খোঁপায় মেখে নেবো সারারাত
ঝরে পড়া অবিশ্বাসের রক্ত...
সিঁথি থেকে যাবে সাদা। স্নানের
ঋতু শেষ হলে... চিতার আগুনে
জ্বালাবো সিঁথি ও কঙ্কণের বিনিময়ে
কেনা শীৎকার।

যদি প্রেমের দেবতা চান,
তাহলে ভরে দেবে বিষাদের
সিঁথিতে বিশ্বাসের সিঁদুরের রেখা।

তারপর লোকমুখে রটে যাবে
দেবী কাহিনী। শুনবে সবাই কত
সহজে ভাসান হয়ে যায় দেবীর!


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান