বিষাদ
অদেখা পৃথিবীর কান্না
স্বপ্নের মাঝে কুসুমিত হয়।
রঙিন উপত্যকার খোঁজে
নীল দুঃখে ভিজে ভিজে
চলি অচেনা অস্পষ্ট পথে!
যন্ত্রণার ফাঁকে কুড়ি মেলে
ভালোবাসা... আবেগের
পৃষ্ঠাতে লেখা থাকে শুধু
বিষাদচুম্বনের কথা...
গানভঙ্গ
একটি গান শেষের পথে।তখনই অন্য গান নতুন সুরে শুরু!
শূন্যস্থান শূন্য রেখো না হে ঈশ্বর...
পূর্ণ করো নিজের তানে!
এখানে শূন্যতার পূজারীও পূর্ণতার আকাঙ্ক্ষা মনে
রেখে দেয় লুকিয়ে! আসলে সব মুখোশের খেলা!
মুখ হার মেনে যায় তাই বারবার!
প্রেম
প্রতিটা পথ যখন বন্ধ, তখনও ফিরতে চায় মন! ছেঁড়া ছেঁড়া
গল্পগুলোকে এক সুতোয় বাঁধতে চায় মন! কিন্তু ফিরতে চাইলেও,
পারি কই? দাঁড়িয়ে আছি তো এখনও গতকালের পথেই!
আর যেন রক্তাক্ত না হয় মন।আর যেন ক্ষত সৃষ্টি না হয়
কোনো।তাই গতকালকের পথেই থাক না
দাঁড়িয়ে প্রেম!
হৃদয়
প্রত্যেকটি কাহিনীই যে সম্পূর্ণতা পাবে তা কখনও সম্ভব নয়।
তাই কিছু কাহিনী অসম্পূর্ণ -ই থেকে যায় ....
কখনও কখনও প্রেম নিঃশব্দে প্রার্থনার মত হৃদয়ে রয়ে যায়।
প্রতিদানের অপেক্ষা রাখে না।
ভালোবাসা শর্তনির্ভর না হয়ে শর্তবিহীন হলে ক্ষতি কি?
হে প্রেম তুমি হৃদয়কে মহান করো!
শুধু হারিয়ে যেও না!