টিপু সুলতান । কবিতাগুচ্ছ
ডানা খসানো জল শব্দ
একটা এভিনিউ মাঠ,শাদা কঙ্কালসার,নৃত্য করে
ভ্রুণের মতো;জরায়ু মুখ খুলে প্রাণগুলো তাকায়
মেঘ সন্তরণে-মৃদু বাতাস,কুমড়োফুলের ডগা
গর্ভকেশরে বাদামি রং,ধূসর কিনারে-ধূসরিমা-
আমাদের দালান বাড়ির কাছে,সমাগুচ্ছ আকাশ
দুঠোঁট থেকে ঝাঁপিয়ে পড়ে
আপ্ত ডানার ত্রাতা ভাষা,মুদ্রা জলের শব্দময়!
*
সোনালি ফুলের রুটি
শহরে মেঘ নামলে বোধগ্রাহী ক্ষত পাগুলো
আঙুল বন্দী ট্রেনের মতো বেড়ে ওঠে
বনগামী শাদা বৃষ্টির ভেতর;
দালানের কাছাকাছি,কাদা মৈথুন নাচঘর চুয়ে
প্রোথিত মাঠ-শুয়ে থাকে,সোনালি ফুলের রুটি
কাঠ পেন্সিলের ঠোঁট
কাঠ পেন্সিলে আঁকা-দুগ্ধবতী মুখ
জাগর কাটে স্পর্শ,উজান মাস্তুলে
লুকিয়ে হাসে আত্মসমর্পণ,বুনো ঘ্রাণ
টগবগিয়ে ছোটে-দিগন্তবৃত্ত সমাবেশ,
হীরক আলোয় অন্ধকার খুঁড়ে বেরোয়
দূরের পাখি,শরীরের দাগ-চতুর্দিক
ঘাসের আয়োজনে স্থির দোচালা ঘর!
*
প্রিয় মানুষ
প্রিয় মানুষ,একটা আঙুল তুলেছেন বলে
আমি,আমরা এবং
আমাদের খ্যাতির বাংলাদেশ পেয়েছি
আপনাকে ধন্যবাদ-তারপর!ধীর পায়ে
আমি নতমুখে দাঁড়িয়ে স্থির মুখ পাঠ করি
আমি অনবরত পাঠ করি"জয় বাংলা "
আমার বুকে দাগি সঞ্চিত তরুণ হাততালি-
আমি ধ্যাতস্ত হয়ে পড়ি শ খানেক ছবির
মধ্যে থেকে একটা বিস্ময় ছবিওয়ালার
আঙুল ও সুমিষ্ট নাম,উৎসর্গ শান্ত মনে
আপনার হাতদ্বয়ের ঝাঁকুনি ধরার আগে
দুধমুখো হৃদয়ে ধারণ করি-বঙ্গবন্ধু
এবং শহীদমিনানের আপ্তপোষা সংলাপ।