তাহলীল তৌফিক এর কবিতা
কবি : তাহলীল তৌফিক
সংলাপ
আমায় না হয় ভুলেই গেলে অন্যকারো নিমীলিত অনুরাগ পেয়ে,
রাগ-অনুরাগের প্রলয় প্লাবনে
অবুঝের মতো কে বেশি হেরেছি সবচেয়ে ?
কে বেশি হেরেছি সকাল-বিকেল রাত্তিরে
মানবিক মখমলির অভাবে,
শুশ্রূষাহিন বিরান প্রণয়ের উৎকৃষ্ট
আগুন একনিষ্ঠ পুড়ে পুড়ে খায় যেভাবে।
জীবন খেয়েছে, যৌবন খেয়েছে, এমনভাবে
খেয়েছে আদিগন্ত যুগল চোখ,
ধ্রুপদী ইশারা নাই বা হলো আর
হৃদয়টাকে বলি তবু তার জীবন সুখী হোক।