তুমি যেহেতু জেগে আছ মূলঃ মাহমুদ দারবিশ অনুবাদঃ অরণ্য আপন
তুমি যেহেতু জেগে আছ মূলঃ মাহমুদ দারবিশ অনুবাদঃ অরণ্য আপন

তুমি যেহেতু জেগে আছ এই মুহূর্তে রাজহাঁসের সর্বশেষ নৃত্য মনে করতে পার।

তুমি কখনো ফেরেশতাদের সাথে নৃত্য করেছ?

যখন তুমি স্বপ্ন দেখতে, প্রজাপতি আলোকিত করেছে তোমাকে? যখন গোলাপের ভেতরের আলো নিভে গেছে।

তুমি কি কখনো ফোয়েনিক্স পাখিকে স্পষ্ট ভাবে দেখেছ?  কখনো তোমার নাম ধরে তোমাকে ডেকেছে? তোমার প্রেমিকার অাঙুলে ভোর হতে দেখেছ? 

তুমি নিজের হাত দিয়ে তোমার স্বপ্ন ছুঁয়েছ? অথবা কখনো তুমি হাতকে স্বপ্ন দেখতে একা হতে দিয়েছ? হঠাৎ করে তোমার উপস্থিতিতে তুমি  সচেতন হয়েছ?

স্বপ্নবাজরা কখনো স্বপ্ন দেখতে ছাড়ে না, তারা জীবনকে লম্বা করে, প্রসারিত করে স্বপ্নের মধ্য দিয়ে। 

আমাকে বলো যে তুমি কীভাবে স্বপ্নের সাথে বসত করেছ?

এখন যেহেতু তুমি জেগে আছ, মনে করে দেখ যদি তুমি তোমার স্বপ্নের সাথে কোনো ভুল করে থাক, যদি তুমি ভুল করে থাক তাহলে রাজহাঁসের সর্বশেষ নৃত্য মনে করো।।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান