দীর্ঘ বিরতির পর কবি হেলাল হাফিজের নতুন বই !
দীর্ঘ বিরতির পর কবি হেলাল হাফিজের নতুন বই !

বইয়ের প্রচ্ছদসহ কবি হেলাল হাফিজ

সাহিত্যঃ  পাঠক দীর্ঘদীন ধরেই হেলাল হাফিজের নতুন কবিতা পাঠের জন্য উদগ্রীব হয়ে আছেন। কবিতাসমগ্র পাঠকের সেই আকাক্সক্ষা পূরণ করবে- এতে সন্দেহের অবকাশ নেই। পাঠক মহলে একটি ধারণা তৈরী হয়েই ছিল যে, হেলাল হাফিজ হয়তো কবিতা থেকে দূরে সরে গিয়েছিলেন, লেখা ছেড়ে দিয়েছেন কিন্তু কবিতাসমগ্র পাঠকের সেই ধারণাকে বদলে দেবে। কবি কখনোই কবিতা থেকে দূরে সরে যাননি।

তিনি কবিতার মধ্য দিয়েই যাপন করেছেন তাঁর রাত্রী দিন- কারণ ‘ আমি ছেড়ে যেতে চাই, কবিতা ছাড়ে না’। এবং ভেতরে ভেতরে কবিতার চাষাবাদ তিনি চালিয়ে যাচ্ছিলেন সকলের অগোচরে, লিখেছেন ভূবন কাঁপানো একেকটি বিস্ময়কর কবিতা যা পাঠকের গহীন ভেতরকে তুমুলভাবে নাড়িয়ে দেবে- যে কবিতার জন্য পাঠক অপেক্ষা করেছিলেন বছরের পর বছর।

তবে লেখা চালিয়ে গেলেও তিনি প্রকাশের ব্যাপারে ছাপাছাপির ব্যাপারে ছিলেন বরাবরের মতোই উদাসীন। আনন্দের বিষয় হলো শেষ পর্যন্ত অগণিত পাঠকের কথা চিন্তা করে তিনি তাঁর সমগ্র জীবনের সকল কবিতা নিয়ে হাজির হলেন কবিতাসমগ্রে যা কবির একটি সমগ্র জীবনের জন্মজখমের মতোই গেঁথে থাকবে পাঠকের হৃদয়ের মর্মমূলে প্রতিটি লোহিত কণিকায়।

[] বই : এক জীবনের জন্মজখম (কবিতাসমগ্র)

লেখক : হেলাল হাফিজ

প্রকাশক : চর্চা গ্রন্থ প্রকাশ

প্রকাশকাল : জুন ২০১৯

মূদ্রিত মূল্য : ৩৬০ টাকা


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান